নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

হিসাবের সমীকরণ

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৭






এখন যে পৃথিবী চলছে সেখানে ঈশ্বর কে
খোঁজে পাওয়া যায় না! পৃথিবী ঘিরে
সব নিজস্ব ক্ষমতার প্রদর্শন দেখানোর
রঙিন ঘুড়ি উড়ানোর মেলা; বলো!
ঈশ্বর কি করে থাকবে? ঈশ্বরহীন পৃথিবী।

পৃথিবীর চারপাশটাই শূন্যতা ঘিরা
স্বপ্ন রাত যেনো জোছনা নেই- তবুও রাত
এটা আমার পৃথিবী ঈশ্বর আছে- সবই আছে;
কিন্তু তোমাদের পৃথিবীতে কিছু নেই
মনে খুলে একটু ভাব দেখো ঈশ্বর পাবে না;

তোমাদের দেখে নাকি ঈশ্বর ভয় পায়
তাই তো বলি কেনো ঈশ্বর খোঁজে পাওযা যায় না!
ভন্ডামির সীমাবদ্ধটা কোথায়? হঠাৎ প্রশ্ন জেগে উঠল
কিন্তু ওদের গায়ে উত্তর নেই- বিশ্বাস করি
একদিন ঈশ্বর পৃথিবীর সব হিসাব করবে সমীকরণ।

২০ কার্তিক ১৪২৬, ০৫ নভেম্বর ২০
-----------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব প্রকাশ l

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা

২| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈশ্বর হলো জাগতিক ক্ষমতার
সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী কোনো অস্তিত্ব ;
অনেকের মতে, এই মহাবিশ্বের জীব -
ও জড় সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আছে
বলে মনে করা হয়, এ অস্তিত্বে বিশ্বাসীগণ ঈশ্বরের
উপাসনা করে, তাদেরকে আস্তিক বলা হয়, আর -
অনেকে এ ধারণাকে অস্বীকার করে, এদেরকে
বলা হয় নাস্তিক।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই

৩| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটা কবিতা পাঠ করলাম।

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজবি দা অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.