নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এখন যে পৃথিবী চলছে সেখানে ঈশ্বর কে
খোঁজে পাওয়া যায় না! পৃথিবী ঘিরে
সব নিজস্ব ক্ষমতার প্রদর্শন দেখানোর
রঙিন ঘুড়ি উড়ানোর মেলা; বলো!
ঈশ্বর কি করে থাকবে? ঈশ্বরহীন পৃথিবী।
পৃথিবীর চারপাশটাই শূন্যতা ঘিরা
স্বপ্ন রাত যেনো জোছনা নেই- তবুও রাত
এটা আমার পৃথিবী ঈশ্বর আছে- সবই আছে;
কিন্তু তোমাদের পৃথিবীতে কিছু নেই
মনে খুলে একটু ভাব দেখো ঈশ্বর পাবে না;
তোমাদের দেখে নাকি ঈশ্বর ভয় পায়
তাই তো বলি কেনো ঈশ্বর খোঁজে পাওযা যায় না!
ভন্ডামির সীমাবদ্ধটা কোথায়? হঠাৎ প্রশ্ন জেগে উঠল
কিন্তু ওদের গায়ে উত্তর নেই- বিশ্বাস করি
একদিন ঈশ্বর পৃথিবীর সব হিসাব করবে সমীকরণ।
২০ কার্তিক ১৪২৬, ০৫ নভেম্বর ২০
-----------------------------------------
০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা
২| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ঈশ্বর হলো জাগতিক ক্ষমতার
সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী কোনো অস্তিত্ব ;
অনেকের মতে, এই মহাবিশ্বের জীব -
ও জড় সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আছে
বলে মনে করা হয়, এ অস্তিত্বে বিশ্বাসীগণ ঈশ্বরের
উপাসনা করে, তাদেরকে আস্তিক বলা হয়, আর -
অনেকে এ ধারণাকে অস্বীকার করে, এদেরকে
বলা হয় নাস্তিক।
০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
৩| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটা কবিতা পাঠ করলাম।
০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজবি দা অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব প্রকাশ l