নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সরিষা দুপুর একটু উষ্ণতা ঝিমঝিম
রাতের গায়ে হাত দেওয়াই যায় না-
শীত- শীত- ইট পাথর শহর জুড়ে একেমন
নেমে এসেছে এখনি যে শীত- শীত;
পিঠাপুলি খাওয়ার ধুমটা গিলে খেয়েছে করোনা!
তবুও জামাই ষষ্ঠী মাস্ক পরা রাস্তার
মোড় কিংবা ঘর বাহিরে পরে না;
শীতটা বুঝি এবার অন্যরকম বুঝতে পারা
কঠিন যেনো সবিতার আর্তনাদ-
জ্বর সর্দি কাশিটাও অন্যরকম করোনা;
হায় শীত তুমি দুধভিজা পিঠার স্বাদ
কেনো অন্যরকম হলে- আমার বুঝা বড়
কঠিন মনে হচ্ছে- হায় শীত তুমি অন্যরকম হলে
গাঁও গ্রামে সরিষা ভেজা শীত তুমি অন্যরকম নাচলে।
২৩ কার্তিক ১৪২৬, ০৮ নভেম্বর ২০
--------------------------------------
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার ভীষন পছন্দ হইছে।