নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
দিগন্ত মাঠে সরিষা দুপুর
উষ্ণতায় গা ঝিম ঝিম করে-
রাতের গায়ে হাত ছোঁয়া যায় না
শীত শীত ভাবে- এরকম আগলা শীত
ভালই লাগে ইট পাথর শহর জুড়ে;
শিশিরে দুর্বলা ঘাসের স্মৃতি
কুয়াশার চাদরে ডেকে রাখা উত্তাপ
সূর্যমুখী ভোরে এক কাটা মুড়িমোয়ার স্বাদ!
কতটা ভালই লাগে এখন বুঝতে হয় ভুল
পূর্ণিমার চাদ শীতটা থাক ভাবনা ধরে;
কখন একঘেয়েমি হয়েছি সাদা মেঘে
গ্রীষ্ম গেলো, শরত গেলো বর্ষাটাও গেলো
এ শীত নবান্ন হারানো বেলা আর নাহি
খোঁজে পেলো- হাহাকার দিগন্ত মাঠ- তাও ক্ষীণ
ঘাসফড়িংর মেললো ডাকা চোখ ঘিরে।
২৪ কার্তিক ১৪২৬, ০৯ নভেম্বর২০
---------------------------------------
১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: কবিতার নামটা খুব সুন্দর দিয়েছেন।