নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কে দেখে গোলাপ ফুল

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৩






দুচোখে সরিষা ফুল
কে দেখে গোলাপ ফুল-
মনেরি হাঁটবাজারে
কে কিনে নাক ফুল
কার সাথে বিহের কথা
কে পরায় চন্দ্র লতা;

ভোর হলো দ্বার খুঁল
সূর্য মামা গায়ের সাথে
নবান্নের সবুজ ঘ্রাণে
কে দেখে আশে পাশে
ঘাসফড়িংটা ফির ফির করে
লজ্জাপতি লজ্জায় হাসে;

আতর সুরমান লাগায় কে
তার নাকত গন্ধ সুবাস বুঝে কে-
স্নান করার আনন্দে-পাড়া পুষি
কেমন বৃষ্টি জলে ভিজে- হায় রে
হায়- দুচোখে সরিষা ফুল
কে দেখে গোলাপ ফুল।

০১ অগ্রহায়ণ ১৪২৬, ১৬ নভেম্বর ২০
----------------------------------------

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: গোলাপ ফুল দেখি না
দেখি নীল সর্ষে ফুল দুচোখে

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এ সরিষা ফুল আর গোলাপ ফুল এক নয় ছবি আপু

২| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন:

আপনার জন্য। ব্রিক্ষমেলা থেকে ছবিটা তুলেছিলাম।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর রাজীব দা

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: ইস কবি ভাই ফুল কবিতা অপূর্ব

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: কাটার আচ লাগল না তো নেওয়াজ আলি দা

৪| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিহের নাকি বিয়ের ?

সুন্দর ছবি ও কাব্য।

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এই আর কি কবি দা

৫| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা কি শুধু কবিতা!

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: হু কবি দা তাই তো মনে হলো

৬| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

ওমেরা বলেছেন: কেন আপনি দেখেন না গোলাপফুল ? আমার তো বেশী রাগ লাগলে চোখে গোলাপফুল দেখি।

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: গোলাপ দেখতে দেখতে পাপড়ি ঝরে পরে যে

৭| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আতর সুরমা লাগায় কে - এখানে শেষ বিদায়ের কথা মনে হচ্ছে

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: না এখানে ভাবমুখ আছে

৮| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

কবীর হুমায়ূন বলেছেন: খুব ভালো লিখেছো প্রিয় লিটন। ভালোবাসা নিরন্তর।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবীর দা অশেষ ধন্যবাদ ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.