নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে-
কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে-
তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায়
কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু
ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না-
কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায়
হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো
কুয়াশায় কাপনো সকালটা আর খোঁজে পাই না।
খুঁজতে খুঁজতে কথায় জানি এসে ধাক্কা লাগল
পাঁজর জুড়ে- হাঁলকা পাজর ব্যথায় চিনচিন করে উঠলো-
তবুও একদিন খুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।
০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০
----------------------------------------
২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নূর দা অশেষ ধন্যবাদ জানাই
২| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কবিতার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ কবি !