| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

কাঠা ভরা মুড়ি মোয়া খাওয়ার শীতের সকালটা
রোদ মিষ্টি- ঐখানেই কে যেনো মুগ্ধ ঘ্রাণ নিচ্ছে-
অথচ অমিতাব কুকুর, শ্রীদেবীর বিড়ালটা অন্যরুপ নিয়েছে
এ আমি দেখতে পাচ্ছি- কোন সোনালি শীতের উঠান;
এখন বৃক্ষ পাঁজরে চিনচিন করে উঠে আগের মতো
আর মুড়ির মোয়া তৈরি করা হয় না ঐ সাহা পাড়াতে;
আমেতে চাচা আর নই জিলাপি নিয়ে আমাদের উঠানে আসে না,
এখন শীতের সাথে সৃষ্টি হয়েছে দিন বদলের পালা
এ আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু এক পশলা অশ্রুজল
কেউ দেখতে পাচ্ছে না- অনুভূতির দ্বার কেনো জানি খটখট করে
তবুও সেই স্মৃতির জানালার পাশে কুকুর, বিড়াল সকালটা
হাতছানি দেয়ে যায়; ফিরে যাওয়ার আকুতি হয়তো আকাশ
বাতাস এমনকি সবুজ ঘাস বুঝে উঠেছে- এ শীত সকালে
সু্স্পষ্ট দেখতে পাচ্ছি শুধু তোমরা দেখো না শীতের সকাল।
০৭ অগ্রহায়ণ ১৪২৬, ২২ নভেম্বর ২০
----------------------------------------
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: শীত মানে এক সোনালি স্মৃতিও পটে রাজীব দা
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: শীত মানেই ভরপুর খাওয়া দাওয়া। বাজারে নতুন সবজি উঠে। নানান রকম পিঠা। বিয়ে শাদি নানান রকম অনুষ্ঠান।
কবিতা সুন্দর হয়েছে।