নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এক মুঠো আক্ষেপ মাটির বুকে জন্মেছে কখন?
বুঝার সূর্যটা উঠেনি শুধু ঘোর শূণ্য ঠোঁটে আফসোস-
শশীর গায়ে কিছু তারার মেলা ঝলমল করে
কিনতে যাব একটা তারা তবুও মুছবে না অনুতাপ
হাহাকার পাতায় ব্যথার মেঘ গুড় গুড় শব্দ;
অথচ মাটির রঙ পরিবর্তন হলো না- কান্দণ মিছিল
এ রাস্তা- সে রাস্তা শিমুল পালাশ ছেয়ে গেছে-
এতটুকু নাড়া দিয়ে উঠল না বিবেক পাড়ার প্রণয়
আক্ষেপ দেখি সবুজ ছায়ায় খরার বিলে শ্মাশান- তবুও
শান্তিটুকু আকাশ ছুঁয়া সাদা মেঘবালক আক্ষেপ পোড়া।
১০ অগ্রহায়ণ ১৪২৬, ২৫ নভেম্বর ২০
----------------------------------------
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আমার চেয়েও সুন্দর হচ্ছে তো আপনার কবিতা রাজীব দা
২| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: এই যে ভাইয়া।
কি মনে পড়ছে আমার বলোতো???
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: না আপু বলা যাবে না ভাল থাকবেন
৩| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: হা হা আচ্ছা আচ্ছা তবে আবার কবিতা পড়ি।
২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই কবিতা পড়ে কিছু অনুভব করতে পারছেন কি না
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: আপনার মতোন সুন্দর করে কেন যে কবিতা লিখতে পারি না!!