| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

হাসিটার রঙ মধ্যদুপুর, কান্না মধুময় রাত-
উচ্ছলে উঠে প্রণয়ের জোয়ার- ভাটার দীর্ঘশ্বাস!
যেনো না ফেরের কথা মালার অশ্রুজল-
তবুও হাসি স্বপ্ন ভরা ঘুমের রাত- যাহা আগে
এমন করে ভাবা হয়নি- স্বপ্নতে হয় রোজ রোজ;
বেদনা বড় সুখের খেলা, খেলতে হয় সময় অসময়-
নদীর রূপ যেনো ঢেউতরঙ্গের বহুরুপী- বুকের মধ্যে
আলপিন ডুকেছে, দিবালোকে তাতে তার কি আসে যায়-
গোলমাল হয়েছে কৃষ্ণচুড়ার উঠান- তাতে কি আমার
ফসল নষ্ট হয়েছে- ফসল ডোলের মধ্যে দোল খায়!
অতঃপর সব জল শুকিয়ে যাচ্ছে বালুচর ছল ছল
আমার হাসি আমারী থাক, শুন্য আকাশ মেঘ দোদুল
বাতাস তার পৃথিবীতে সুগন্ধী বইতে থাক- স্বপ্নমাঝি
বাইতে থাকি এ ধরনির পর- জলগুলো ঝর্ণাধারা, চোখ
বুক, পাঁজর বন্যায় শুধু উজার করে থাক শ্রাবণের হাসি।
১৪ অগ্রহায়ণ ১৪২৬, ২৯ নভেম্বর ২০
---------------------------------------
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
২|
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: প্রতিদিন আপনার একটি করে কবিতা পড়ি।
ভালো লাগে।
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাসি কান্নায় আমাদের এই সব দিন রাত্রি। কবিতায় প্লাস।