নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

নয়ন তারা

১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৫





জীবনের হিসাব কষতে কষতে
কোথায় এসে দাঁড়িয়েছি- যেনো সব পথ ভুলে গেছি;
কতটা সেকেন্ড চাঁদ ছুঁয়েছিলাম-
সব শিশির ঝরা শুকে গেছে! আফসোস শুধু গায়ের
পারে, কৃষ্ণচুড়া চুমু ছিল বুঝি বাঁকি!
কষ্টের পৃর্ণিমা রাত, রক্তাক্ত অশ্রু সজল উঠান।

তবুও থেমে নেই জীবনের প্রেক্ষাপট-
সোনালি রঙে মেখে মেখে কখন রঙিন হই- জানি না
দুষ্টুমির হাসি যেনো সবফুল ফুটাই গন্ধ-
বাতাস ছুঁয়া মৃদু স্পর্শ এক অনুভূতির দীঘশ্বাস উড়ে
মেঘমালা শুধু আকাশ বুকে জমাট বৃষ্টি,
অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা।

০৪ পৌষ ১৪২৬, ১৯ ডিসেম্বর ২০
---------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে লেখা টেখা আসে না, শেষে হয়তো আপনার পদ্যও পড়তে হবে।

১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা এ কি কইলেন অনুপ্রাণিত হইলাম চাঁদগাজী দা ভাল ও সুস্থ থাকবেন

২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: নয়ন তারা খুবই নিরীহ একটা ফুল।
কবিতা ঠিকঠাক।

১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: নয়ন তারা কে নিজের চোখ কে বুঝেয়েছি রাজীব দা অনেক শুভেচ্ছা রইল ভাল ও সুস্থ থাকবেন

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

ওমেরা বলেছেন: নয়ন তারা দিয়ে নিজের চোখ বুঝিয়ে থাকলে নয়নতারা ফুলের ছবি না দিয়ে চোখের ছবি দিলে ভালো হতো ।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন তারপরও ফুলদিয়ে বুঝার চেষ্টা করেছি অশেষ ধন্যবাদ জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.