| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

নাকের ডগায় পৌষ গেলো
মাঘের দেখা পেলাম না- 
মাঠ বিরল- নদী চিরল ঘাটে- 
হাড় কাঁপা শীত, মনে পরে-
রঙিনা এই না ঢাকা শহরে;
চিমটি খেয়ে মাঘের দেখা 
বাঘ দৌড়ায় কোথায়?
বাঘের গায়ে ডোরাকাটা শাল-
আমার গায়ে সোনালি দিনের ঝাল।
শীত খুঁজি রাস্তার মোড়ে
কুকুর মানুষ একেকার কাঁপে
ক্ষুধার অন্তরে! ফিরে দেখি গায়ের 
পারে- শীত নাকি তেমনী আছে;
নাই শুধু আমার পদধূলি- 
উষ্ণ গায়ের পরশ বলি!
ঢাকার মতো ঢাকা- মাঘের 
পুস্প রঙে মাখা; ফেলে আসা 
খুব সোনালি শীত, মনে পরে।
০৫ মাঘ ১৪২৬, ১৯ জানুয়ারি ২১
------------------------------------
 
১৯ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: হঠাৎ এই প্রশ্ন কেনো চাঁদগাজী দা 
একটাও কবিতা আমার মুখস্থ নাই 
এক লাইন লেখলে পরেই ভুলে যাই
২| 
১৯ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪০
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " হঠাৎ এই প্রশ্ন কেনো চাঁদগাজী দা, একটাও কবিতা আমার মুখস্থ নাই, এক লাইন লেখলে পরেই ভুলে যাই "
-যেসব কবিতা ভালো লাগে, সেগুলো আমার মনে থেকে যায়; সেজন্য ভাবছিলাম, আপনার নিজের কবিতা মুখস্হ থাকতে পারে।
 
১৯ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: মুখস্থ থাকে না দাদা খুব দুর্বল
৩| 
১৯ শে জানুয়ারি, ২০২১  দুপুর ১:০৮
শায়মা বলেছেন: আমি তো ভেবেছিলাম এবারের শীত দু সপ্তাহেই চলে গেলো।
আবার এলো তবে তেমন না..... যদিও গ্রামের দিকে মনে হয় শীতেরা এখনও আছে শুধু শহরে নেই ![]()
 
১৯ শে জানুয়ারি, ২০২১  দুপুর ২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি শায়মা আপু ঠিক বলেছেন শীতের কিছু কথা মনে পরেগেলো যাক
পড়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন-------
৪| 
১৯ শে জানুয়ারি, ২০২১  দুপুর ২:৪৭
শায়মা বলেছেন: আমার তো সব সময় মনে পড়ে। আহা সেই আগের শীত আর এখনকার শীত কতই না ফারাক। সবচেয়ে বেশি মনে পড়ে পিকনিক...... আর পরীক্ষা শেষে গল্পের বই পড়া সকাল দুপুর ....... বিকালের ব্যাডমিন্টন......
 
১৯ শে জানুয়ারি, ২০২১  বিকাল ৩:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ব্যাডমিন্টন খেলার কথা আমারও মনেপরছে
দাদার মুরগীর ডিম চুরি করে নিয়ে বিক্রি করে ফেদার কিনেছিলাম
সেই ফেদার দিয়ে ব্যাডমিন্টন খেলা আহা -----------------------
৫| 
২০ শে জানুয়ারি, ২০২১  রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: আজ মাঘ মাসের কত তারিখ বলতে পারবেন?
 
২০ শে জানুয়ারি, ২০২১  সকাল ১০:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আজ মাঘের ০৬ তারিখ
৬| 
২০ শে জানুয়ারি, ২০২১  রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: শীত খোজার কোনো দরকার নাই।  
রাতের বেলা ছাদে খালি গায় দাঁড়িয়ে থাকবেন এক ঘন্টা।
 
২০ শে জানুয়ারি, ২০২১  সকাল ১০:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: ১০০% করোনা ধরবে
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২১  সকাল ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজস্ব কোন কবিতা মুখস্হ আছে?