নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিদ্বয়ের তিনটি কবিতা,
কবিতারা চঞ্চল মুখরিত সোনালি মাঠ!
কতটুকু ফসল ঘরে উঠবে প্রত্যাশিত কবিদ্বয় চোখ;
তিন কবিতা কে নিয়ে আশা আঙ্খাকার শেষ নেই
যেনো আকাশ চুম্মি, তারা ছোঁয়া গল্প।
প্রেরণার ছবি বুকে মুখে বসন্ত ফাল্গুন-
দিন যায়- রাত আসে- এ ভাবে চলছে-
কিছু বর্ণমারার প্রেম; আদ্য কবিতাগুলো
কবিতা হয়ে উঠবে? কবিদ্বয়ের জীবিত অবস্থায়-
নাকি ধুসর ফসলের মাঠ হবে-
মেঘঢাকা আকাশ নাকি সবুজ ঘিরা ঘাসের বন !
যেখানে ঘাসফড়িং খেলা করবে আর আবৃত্তি সুরে
কবিতারা চিৎকার বলে কবিদ্বয় ভাল থেকো
নিশ্বাস গেঁথে থাক কবিদ্বয়ের কবিতাসমূহ।
০৯ মাঘ ১৪২৬, ২৩ জানুয়ারি ২১
-----------------------------------
২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম লায়লা আপু
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন--
২| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে তিনটি প্যারাই ভীষণ সুন্দর লেগেছে। আপনার কবিতায় আসলেই কবিতারা চঞ্চল হয়ে ধরা দিয়েছে। ভাললাগা রেখে গেলাম