নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মানুষ

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭








বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-

সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র
নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;
সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে
তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে

নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-
নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার
ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।

১০ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২১
------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ অনেক প্রাণ পন চেষ্ঠায় মানুষ।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি মাইদুল দা অশেষ ধন্যবাদ জানাই

২| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুষ, মানুষ হবার বহুত হ্যাপা,বহুত কষ্ট ।মানুষ হবার জন্য অনেক চেষ্টা করতে হয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কামরুজ্জামান দা অশেষ ধন্যবা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.