নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কচরিফুল সেদিন স্বপন রাতছিল ক্ষীণ
পাখিদের গান নেই, ভোরের আলো নেই-
সারা শরীরটা জুড়ে করোনার বার্তা এলো;
তারপর শুরু হলো যুদ্ধ দীর্ঘ ১৮দিন দুরচিন্তা
কোন ভাবনা নেই, কবিতারা যেনো মৃত প্রায়
যুদ্ধ করতে করতে এই বুঝি শহীদ হওয়া
শ্লোগান শুনা যায় তারপর হঠাৎ নিশ্বাস ফিরে
এলো- করোনা পজেটিভ থেকে নেগেটিভ।
এভাবেই অন্ধকার ঘর হবে রঙিন সাজ, সবই
আগের মত চলবে সবার হোক করোনা নেগেটিভ।
১৩ চৈত্র ১৪২৬, ২৭ মার্চ ২১
--------------------------
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নাহিদ দা আল্লাহ আরএকটু বেঁচে রাখুক ভাল থাকবেন
২| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: করোনার অভিজ্ঞতা নিয়ে কিছু লিখুন।
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতায় ত লেখেছি রাজীব দা ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
নেয়ামুল নাহিদ বলেছেন: আমরা আশা নিয়ে বাঁচতে চাই।