নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২









ঈশ্বর কার দোয়া কবুল করছে না
ভাইরাস ছুটেই চলছে ঘর বন্ধী মন!
ঈশ্বর সুন্দর পৃথিবীটাকে বাঁচাও; সোনালি
ফসলগুলোর দম বন্ধ হয়ে আসছে;

রঙে রঙিন হতে চাঁদ সরে যাচ্ছে বহুদূর
অথচ মনের সংশয় বার বার আঘাত করছে-
ঈশ্বর আমাদের দোয়া কবুল কর- এ বিভ্রান্তি
দুর করে আগের সোনালি ফসলের হাসি দাও।

১৮ চৈত্র ১৪২৬, ০১ এপ্রিল ২১
-------------------------------

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঈশ্বর, সৃষ্টিকর্তা বা ভগবান সবার দোয়া কবুল করেন তবে মানুষ যেমন জলদি জলদি প্রত্যাশা করেন স্রষ্টা হয়ত তেমন দ্রুত তা করেন না ।আর সংশয়বাদী মানুষ তাতেই কিছুটা হতাশ হয়ে পড়ে।তবে স্রষ্টার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারন করলে ফল ভাল হয়,এ পরিক্ষীত।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কামরুজ্জামান দা অশেষ ধন্যবাদ জানাই

২| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ঈশ্বর আমাদের উপর খুব বেশী রেগে আছেন। তাই তিনি করোনা দিয়ে আমাদের শাস্তি দিচ্ছেন।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি রাজীব দা
ঈশ্বর জানি আমাদের কে মাফ করে দেয় এবং সমস্ত দোয়া কবুল করুন আমিন
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------

৩| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের পরীক্ষা করা হচ্ছে। অবশ্যই আল্লাহ একদিন সুদিন ফিরিয়ে দিবেন।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি মাউদুল দা মহান আল্লাহ আমাদের প্রতি সতায় হোক আমিন
অশেষ ধন্যবাদ জানাই

৪| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

ইকবাল সরদার বলেছেন: 'আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে।' ২:১৮৬

স্রষ্টা তো সবাইকেই তাঁর দিকে ডাকছে।
আপনি কি জানেন স্রষ্টা কিভাবে মানুষ কে তাঁর দিকে ডাকে?


০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সরদার দা মহান আল্লাহ আমাদের প্রতি সতায় হোক আমিন
অশেষ ধন্যবাদ জানাই

৫| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মহামারী মুমিনদের জন্য আল্লাহর আশির্বাদ।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নুরুল দা সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.