| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমার সবকিছুই শূন্যেই ভাসে-
দেখে না প্রণয় ছড়া চোখ-
অসুখে বিসুখে হাসতে থাকে মুখ
তোমার নীলময় কাব্যিক শুধু
গদ্যময় উঠন- চাঁদেরও সলক নাই
কেমন হবে অন্ধকারে সুখ।
এমন সুখের পাগলা জগতময়
কে বা দেখে- কে বা ছোঁয়া পায়-
ভাবান্তর ভাবল কই! কথায় কথায়
শুন্যে দিকে হাঁটে যায় মন বাসনা
তবু পশু পাখির নেংটা হওয়া দেখে কয় জনা
এ যে প্রণয় ছড়া চোখের বন্দনা
সেই ভাবনায় ভেবে ভেবে আলমগীর কয়
জীবন নদে পেলাম দুখ, তুমি নিচ্ছো
টেনে টেনে যত কায়ার সুখ-
বলো কেমন হবে অন্ধকারে সুখ।
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ০২ জুন ২১
-------------------------------
০২ রা জুন, ২০২১ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
২|
০২ রা জুন, ২০২১ রাত ৮:২৪
কামাল১৮ বলেছেন: আপনার কবিতায় ওমর আলী এবং শামসুল ইসলামের প্রভাব আছে।খুব সুন্দর হয়েছে কবিতা
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনমুগ্ধকর।