| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কান্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;
রাজপথের মোড় ফাঁকা
মিছিলে মিছিলেে আতর্নাদ
আর মন ভেজা ঝলকানি
কার হাতে গোলাপের পাপড়ি
প্রশ্নের উত্তর বড় চমৎকার
ওরা আবার সোনা ফ্রেমে ছবি
হতে চায়- রাস্তার মোড়ে মোড়ে
শিউলি হাসনাহেনা পলাশ
ওদের মধ্যস্থ দেখে দেখে
তবু কেনো হয় রক্তাক্ত ফুল
অতঃপর কেনো আমি হাসি কান্দি
শুধু রাজপথ দৃষ্টি ফিরা ফন্দি।
২৭ভাদ্র ১৪২৮, ১১সেপ্টেম্বর ২১
১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: কান্নার দরকার নেই। হাসি মুখ ভালো লাগে।