নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
মনটা কি রেডিও টেলিভিশন
যখন- তখন খারাপ হবে-
ব্যাটারি, বিদ্যুৎ না থাকলে চলবে না?
মনটা তাও হতে পারে!
মনটা কি ফুলের মতো;
এই ফুটবে এই পাপড়ি ঝরবে
সমস্ত গন্ধ লুটাবে?
এমনটা হলে তো রক্তক্ষরণ হবে বার- বার;
এখন হচ্ছে তাই- আচ্ছা মনটা কি অ্যাপেল
না কমলালেবু- যখন- তখন খাওয়া যেতো-
আরে এমনটা নয়! তাহলে
মনটা সাদা মেঘের মতো
আর সাগরের ঢেউ- তাই নাকি?
আচ্ছা মনটা যদি ধূসর মাটির ঘাস হয়
কেমন হবে- না হলে- মন্দ নয়!
আঁধার পূর্ণিমার সাথে খেলা করবে
আর মাঝে মাঝে তারা হয় খসে পরবে
কোন প্রেমময় উঠানে এই বুঝি মনটা।
২১ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ ডিসেম্বর ২১
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি ছবি আপু এভাবে মন ভাল থাকলে খারাপ না ভাল থাকবেন সব সময়
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা সুন্দর মন্তব করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন জানেনা মনের ঠিকানা। +++
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মাইদুল দা সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০১
মোঃ আয়ান মিয়া বলেছেন: মনটা পাখির মত কেন এত চঞ্চল, কোন বাঁধন মানতে চায় না!
০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি আয়ান দা সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন-----
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভালো থাকুক