নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মশা রক্ত খাচ্ছে

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১



এক গন্ধহীন ফুলের রক্ত নাই
তবুও মশা রক্ত খাচ্ছে বেশ;
মৌমাছিদের কি হবে এই গভীর রাত!
তারা খসে যাচ্ছে জানি না কার উঠনে
বাতাসের বুকে নিঃশ্বাসের ছুঁয়া নাই-
অথচ ফুল সুবাস দিচ্ছে- দক্ষিণা জানালায়
আশা টুকু ছিল না দু’হাত জুড়ে আলিঙ্গন!
এখন কার সোনার পালঙ্কে সুখের ঘুম-
মশা খুব আনন্দেয় ঘুমায়! আর
গন্ধহীন ফুলের শুধু অমাবস্যার রাত।

২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৯ ডিসেম্বর ২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: মশা হচ্ছে সাম্যবাদী কীট-যার কাছে ধনী গরীব, রাজা উজির প্রজা সবাই সমান।

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জি জুল ভার্ন দা সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
ভাল সুস্থ থাকবেন-------

২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, এখন মশাদেরই জয়-জয়কার।

ঘর-ভিতর-বাহির-পরিবার-সমাজ সবখানে এখন মশাদেরই জয়জয়কার। মৌমাছি সব জায়গা থেকে বিতাড়িত ।

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: হু কামরুজ্জামান দা সঠিক বলেছেন সুন্দর মন্ত্যব্যকরার জন্য ধন্যবাদ জানাই
ভাল সুস্থ থাকবেন-------

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: মশা তো রক্তই খাবে। মশার কি অন্য কিছু খাওয়ার কথা?

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: হু কবি রাজীব দা সত্যই বলেছেন আমি তো ভাবিনি কিন্তু এটা সেই নয় এটা মানুষ মশা
সুন্দর মন্ত্যব্যকরার জন্য ধন্যবাদ জানাই
ভাল সুস্থ থাকবেন-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.