নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মাওলানা ভাসানী

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪০


বিনম্র শ্রদ্ধা ও লাল স্যালুট জানাই
আবৃত্তির লিং- https://youtu.be/N5838Gv_vfk


হাজার লক্ষ কোটি ধ্বনিত করতে চাই-
একটি নাম! চাওয়াটা অদ্ভুত কিছু নয়;
যে নামের মহিমায়, চাঁদ হাসতো-
আনন্দ মুখর তারারা ছুটে যেতো
দিক হারা পথিক ছুটে আসতো দলে
দলে- যে নামে বাংলার সূর্য উঠতো
অথচ ভুলেই গেছি; ভুলে যেতে হচ্ছে!
যার বলিস্ট ন্যায় নীতি আদর্শে বলিয়া ন হয়ে
সংবর্ধনা সভায় তিনি উপহার পেলেন
তালপাতার বুনানো টুপি- লক্ষ কোটি
জনতার কাতারে উচ্চারিত মাওলানা উপাধি!
নেতার নেতৃত্বে বাংলাদেশের আলো বাতাস
পাই! কি করে ভুলে গেছি- ভুলে যেতে হচ্ছে
কি করে ভুলতে পারে বাংলাদেশের মাটি;
তিনি না থাকলে স্বপ্ন বুনানো হতো না- দেশ
সৃষ্টি দিশারীর নাম মাওলানা ভাসানী।

০৫ পৌষ ১৪২৮, ২০ ডিসেম্বর ২১

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: ছাত্র জীবনে প্রথম যে রাজনৈতিক ব্যাক্তিত্বের অনুসারী হয়েছিলাম তিনি মহান নেতা মাওলানা ভাসানী। আপনার কবিতা ভালো হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: একটু চেষ্টা করেছি দাদা পাঠ করেছেন জেনে খুশি হয়েছে ভাল থাকবেন সব সময়

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা মাওলানা ভাসানী ।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা
অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়------

৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
খুব ছোটকালে আমিও আওয়ামীলীগের চেয়ে ভাসানী ন্যাপ ও মেনন-মতিয়ার ছাত্রউনিয়নকে ভাল লাগতো।
মোজাফফর ন্যাপ ও জাসদ থেকে ছাত্রইউনিয়নকে বেশি প্রগতিশীল ডায়নামিক মনে হত।
কিন্তু বড় হয়ে ভাষানীর কার্জকলাপ মোটেই ভাল লাগেনি। বরং ঘৃনা লাগতে থাকে।

মুক্তিযুদ্ধের পর দালাল আইনে যখন রাজাকার-আলবদর খুনিদের বিচার শুরু হোলো ৭২ সালে,
তখন এই আইনের বিরোধিতাকরা শুরু করে দিয়েছিল মাওলানা ভাসানী।
শুধু বিরোধীতা করেই মাওলানা ক্ষান্ত হন নি, বরং এই বিচার বন্ধে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং ৭৩ এর নির্বাচনের প্রাক্কালে ন্যাপের মেনিফেস্টোতে রেখে এই বিচার বন্ধ করা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন।

আরেকটি জঘন্য ভুমিকা ভূমিকা ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও পুরো পরিবার সহ খুন হবার পর।
মাওলানা ভাষানী এই খুনী কর্ণেল ফারুক-ডালিম-রশিদদের জঘন্য হত্যালিলাকে বাহবা দিয়েছিলেন এই মাওলানা এবং খুনী মোশতাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। ১৫ই আগষ্ট সকালেই।
শুধু তাই না জেল হত্যার পর মশিউর রহমান যাদুমিয়া ও হামিদুল হক কে খুনি জিয়ার হাতে দিয়ে দল গঠনে সহায়তা করেন।
এখানেই শেষ না।
নিজের দলের অতি মুল্যাবান নির্বাচনি প্রতিক 'ধানের শিষ' জিয়ার কাছে বিক্রি করে দেন বা ফ্রীতে দিয়ে দেউলিয়া রাজনীতির (লেজুরবৃত্বির) শেষ সীমানায় পৌছেন।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: যাক এই পোস্ট করার পর নতুন কিছু জানলাম দুঃখের বিষয় হলো আগের ইতিহাস ভুলে যাই আর কর্মের গুণেও ভুলে যাই
ভাসানী না থাকলে বঙ্গবন্ধু হতেন না একটা বিশ্বাস করি ভাসানীর জন্য এই জিয়া হাসিনা হয়েছে আমরা দেখলাম আর ভুলে যাই
বঙ্গবন্ধুর খুনের পিচনে কত ইতিহাস আসে আমরা কিছুই জানি না সবই রাজনৈতিক হয়ে গেছে- আপনাকে ধন্যবাদ জানাই
কিছু জানার জন্য-----------

৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন কিছু লোকের খুব অভাব এখন দেশে।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিকি বলেছেন দাদা কিন্তু ওরকম আর হবে না
ভাল থাকবেন-------

৫| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়

৬| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৭

নডতডৃস বলেছেন: ছোটবেলায় আওয়ামী লীগ থেকে বেশি প্রগতিশীল মনে হলেও, বড় হয়ে ভাসানীর কার্যকলাপকে আপনি সঠিক মনে করেননি এবং তার প্রতি বিরক্তি অনুভব করেছেন। https://wordle2.io

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সবকিছুরি এক অন্তর সাথে অন্তরে যখন প্রশ্নবিদ্ধ হয় তখন ভাল লাগে না
সম্মান যখন বিনষ্ট হয় ভাল লাগে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.