নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং - https://youtu.be/dx5DH-MRnVM
কখনো কখনো ভালবাসা মানে
জারজ মনে হয় অথচ ভালবাসা নাকি ঈশ্বরের
শ্বাশত আশির্বাদ! ভালবাসা ছাড়া
কেউ কি আছে? বিশ্বাস করি না- ভালবাসী না
কথাটা ধ্রুবতারার মতো লাগে,একাকীত্ব
ভাবনা- বাসি ফুলে কিংবা বাশি বাজানোর শব্দ-
এক চোখ ঝাঁঝাল চাঁদের দৃশ্যময়
ফাল্গুনের সমস্ত হাওয়া, ধূসর মেঘে প্রতিক্ষণ
ঘাসফড়িং রঙিন ডানায়- ডানায় নাচ;
আহতা করে না বরং আফসোস ফোটে গন্ধমুখর
পাগল ঠোঁটে হাসি অথচ অদ্ভুত শব্দে
জড়িত জারজ কথাটি- উপলব্ধি করলে ভালবাসা
হারায় না বরং মাটির সুবাস আঁধার ডাকে
জারজ বলে- তাহলে ভালবাসার ভদ্রতা কথায়?
১৩ পৌষ ১৪২৮, ২৮ ডিসেম্বর ২১
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত
অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন সব সময়------------
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: প্রতিদিন আপনার একটি করে কবিতা পড়ি।
২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সে জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই কবি রাজীব দা
ভাল থাকবেন সব সময়------
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: কবিতা আমার অন্যতম প্রিয় সাবজেক্ট। পড়ে খুব মজা পাই। কিন্তু মন্তব্যে আমি বিস্তারিত প্রকাশ করতে অক্ষম।
আরও একটি ভালো কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।