নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
ধুলো মাখা পথ কিংবা রক্তাক্ত ময়দানে
অপরাধ বোধ কণ্ঠধ্বনি বেজেই যাচ্ছে ক্ষণে ক্ষণে
বাতাসের গায়ে হাসির গন্ধ ভরা কতটা চাঁদ মুখী
জীবন্ত আঁধারে বুঝে না প্রতিধ্বনি সম্মুখে;
দেখেছি কোণঠাসা মিছিলের বর্ণ ঠোঁটের রঙধনু!
অবাক হওয়ার কিছু নেই- মনের মাঝে
মেঘদূত যাচ্ছে উড়ে উড়ে- যুদ্ধের সাদা গায়ে
তবু সড়ে যায় না কোণঠাসা অপরাধ বোধে
অথচ রক্তের রঙ বুঝল না প্রণয়ের মাঠে- অতঃপর
কাদা চূর্ণ মন ভাবনা চিকন আইলেই কোণঠাসা।
২০ ফাল্গুন ১৪২৮ ০৫ মার্চ ২২
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা চমৎকার লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সু্স্থ থাকবেন-------
২| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে কবি। সুন্দর কবিতা। প্রতিদিন একটি করে কবিতা লিখছেন। একই সময়ে পোষ্ট করছেন। বাহ! ভালো থাকুন।
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা
কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার!