নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
তখন পাক আমল, মনের ইচ্ছাই আপন সখে
শার্টের লম্বা হাতের কাপড় রাখতে পারতাম না
দেখলেই খুব ভীতকর অবস্থায় কেটে দিতো-
তেমনী মাথার চুল এমন কি প্যান্ট্রের ঢোলা!
এর মানে কি স্বাধীনতা- না স্বাধীনতার খর্ব করা
বাঙালিদের মনে অস্থির উৎকণ্ঠা যেনো মুক্তির;
হিংসাক্ত পাক শাসনকর্তরা ভেবেছিল আমরা নাকি
মুরগী, ছাগলের দল; সারা দেশে দামা ঢল বেজে উঠল-
তারপর একদিন বজ্রকণ্ঠে ঘোষিত হলো স্বাধীনতা!
আজও বাংলার আকাশে কম্পিত করে- আর এখানে
সেখানে শোনায় স্বাধীনতার জয় বাংলার স্লোগান-
বেঁচে থাকে স্বাধীনতার সুফল কামী আমরা তাঁরি জনতা।
২১ ফাল্গুন ১৪২৮ ০৬ মার্চ ২২
০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: পাক আমল দেখিনি তবে অনেক গল্পশুনেছি--পাঠ করার জন্য ধন্যবাদ রাজীব দা ভাল থাকবেন
২| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: কবিতায় বড় অবশ্যকীয় বঙ্গবন্ধু নাই। তাকে ছাড়া স্বাধীনতার গল্প-কবিতা-গান হওয়া উচিৎ নয়।
পাক আমলে শার্টের হাতা লম্বা হাতা রাখা যেতো না বা ঢোলা প্যান্ট পরা যেতো না এই বিষয়টি নতুন করে জানলাম। কোন তথ্য সূত্র থাকলে একটু দিবেন প্লিজ।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে শুনো কথা তবে ইতিহাস দেখলেই পাওয়া যাবে পাঠ করার জন্য ধন্যবাদ জানাই ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
পাক আমল কি আপনি দেখেছেন?