| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আবৃত্তির লিং- 
স্বাধীনতা অর্জন করার চেয়ে 
তার রক্ষা করা খুবি কঠিন হচ্ছে! 
সেই কঠিন সময়- কিন্তু যাচ্ছে; 
দেহের অভিনয় ভাজে- ভাজে- 
রক্তাক্ত হবার আগে অনেক থাকে ভয়
লাল গোলাপ হাতের চেয়ে ভুল কিছু নয় 
তাই ভালবাসা রেখো না বন্ধি খাঁচাই  
তার চেয়ে জীবন্ত লাশ থাকায় ভাল 
তবু খর্ব করো না- স্বাধীনতার ফসল 
উদ্বেগ মন জুড়ে পত পত করে 
উড়াই এক খান স্বাধীন পতাকা।  
২২ ফাল্গুন ১৪২৮ ০৭ মার্চ ২২
 
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ জানাই 
ভাল ও সুস্থ থাকবেন---------
২| 
০৭ ই মার্চ, ২০২২  সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
মোটামুটি।
 
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা 
সেই পতাকার শুভেচ্ছা রইল ভাল থাকবেন
৩| 
০৭ ই মার্চ, ২০২২  দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: কবি আসসালামু আলাইকুম।
ভালো কবিতা লিখেছেন।
 
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রাজীব দা এই আর কি ভাল থাকবেন-----
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২২  সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।