| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

এ মাটির বয়স বেড়েই যাচ্ছে
তার সাথে কত না পরিবর্তন ঘটছে;
মাঠ, ঘাট, সোনালি ফসল ইত্যাদি-
অথচ মনের রূপ আজও পরিবর্তন,
দেখলাম কই? বিস্মৃতির নোনা পরে
যাচ্ছে- চোখ অথবা দেহের ভাজে-
বিবেক বৃদ্ধি সেই রকমী আছে অথচ
বিবাহ শব্দটা কঠিন কঠিপাথর যাকে 
বলে কার পৌষ মাস, কার আবার সর্বনাশ,
কি অদ্ভুত ভাবাই যায় না কখন যে- 
উচ্চরক্ত চাপ সৃষ্টি করে বিবাহ।
২৭ ফাল্গুন ১৪২৮ ১২ মার্চ ২২
 
১৩ ই মার্চ, ২০২২  সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: হু রাজ্জাক দা সেটা আপনার কছে মনে হবে তবে কঠিন বিষয় ভাল থাকবেন
২| 
১২ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:২৮
জুল ভার্ন বলেছেন: বিষয় ভিত্তিক কবিতা ভালো হয়েছে।
 
১৩ ই মার্চ, ২০২২  সকাল ৯:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ওই লেখতে লেখতে কি লেখলাম বুঝতেই পারলাম না ভাল থাকবেন
৩| 
১৩ ই মার্চ, ২০২২  রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
১৩ ই মার্চ, ২০২২  সকাল ৯:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা গতকাল আড্ডাতে গিয়েছিলেন আমাকে ভাই অফিস খুব করতে হয়েছে ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২২  বিকাল ৪:০১
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: বিবাহ অনেক পাপের ভেকসিন