নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এক একটা প্রশ্ন যখন
গোচি মাছের মতো বাহির
হতে লাগলো- উত্তরগুলো
তখন ইলিশের মতো, না
লাগলো স্বাদ- না দিলো আশ;
কেনো জানি লজ্জাবতির
দেহে কালবৈশাখির মেঘ!
কিছুতেই আর থামলো না
অথৈ শ্রাবণের জল, ভাসতে-
ভাসতে বালুচর আর মাথায়
কঁচ্চেপের মতো ধরেছে টাক;
এতটুকু উত্তর আর খুঁজি না-
টেংরা পুঁটি শিং মাছের বিল,
মেরে গেছে-ররঙধনু রঙের খোঁজ
খবর কেউ রাখে না প্রশ্নের মেঘ।
২৯ ফাল্গুন ১৪২৮ ১৪ মার্চ ২২
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর বলেছন ভাল থাকবেন
২| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: গুচি মাছ মানে কোন মাছকে বুঝানো হচেছ?
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা গোচি মাছ কেই গুচি মাছ বলেছি ভাল থাকবেন
৩| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪
জুল ভার্ন বলেছেন: গুচি মাছ মানে ছোট বাইম মাছ।
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা গোচি মাছ গ্রামের খলবিলে পাওয়া যায় বাইম মাছ আলাদা ভাল থাকবেন
৪| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: গুচি মাছ চিনলাম না।
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ওই বাইম মাছের মতো দেখতে একটু ছোট হয় যা শীতের শেষ বিল বা পুকুরে মাটির মধ্যে থেকে পাওয়া যায়
ভাল থাকবেন-----------
৫| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা গুচি মাছে চিনেছে তো
ভাল থাকবেন--------
৬| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এইটা গোটি মাছ?
৭| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধুর গোচি লিখতে গিয়ে গোটি হয়ে গেছে। তবে কবিতা ভাল হয়েছে।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----
৮| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: গোচি মাছ খাইলাম না কখনো।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: তাই দাদা এখনি বাজার থেকে গুচি মাছ কিনে খাবেন আশা করি খুবি ভাল লাগবে
৯| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৪
সোবুজ বলেছেন: আমরা গুইত্তা মাছ বলি।আঞ্চলিক ভাষা মনে হয়।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: হু হতে পারে কিন্তু মাছটিতে স্বাদ আছে দাদা ভাল থাকবেন
১০| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজীব দা গুচি মাছে চিনেছে তো
ভাল থাকবেন--------
আসলে একই মাছের অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নাম হয়।
এ মাছ আমি কখনও খাই নি। জানেন খাবোও না।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: কেনো রাজীব দা গুচি মাছ খাবেন না খুবি স্বাদ আছে তবে এল্যার্জি থাকলে সমস্যা
খেয়ে দেখবেন ভাল লাগবে-------------
১১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৯
নডতডৃস বলেছেন: আপনার যদি অ্যালার্জি না থাকে এবং আপনি মিষ্টি বা সুস্বাদু মাছ পছন্দ করেন, আপনি গুচি মাছ চেষ্টা করে দেখতে পারেন। https://subwaysurfersgame.io
১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪
Wewe বলেছেন: Your blog is always a pleasure to read. Thanks! https://1depositca.com/
১৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭
ফহেত ঠগযডপ বলেছেন: Thanks for providing such valuable and well-presented content. https://312.osttopstfreeware.com
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: মতকার কবিতা!