নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নের মেঘ

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:১১



এক একটা প্রশ্ন যখন
গোচি মাছের মতো বাহির
হতে লাগলো- উত্তরগুলো
তখন ইলিশের মতো, না
লাগলো স্বাদ- না দিলো আশ;

কেনো জানি লজ্জাবতির
দেহে কালবৈশাখির মেঘ!
কিছুতেই আর থামলো না
অথৈ শ্রাবণের জল, ভাসতে-
ভাসতে বালুচর আর মাথায়
কঁচ্চেপের মতো ধরেছে টাক;

এতটুকু উত্তর আর খুঁজি না-
টেংরা পুঁটি শিং মাছের বিল,
মেরে গেছে-ররঙধনু রঙের খোঁজ
খবর কেউ রাখে না প্রশ্নের মেঘ।

২৯ ফাল্গুন ১৪২৮ ১৪ মার্চ ২২

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩

জুল ভার্ন বলেছেন: মতকার কবিতা!

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর বলেছন ভাল থাকবেন

২| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: গুচি মাছ মানে কোন মাছকে বুঝানো হচেছ?

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা গোচি মাছ কেই গুচি মাছ বলেছি ভাল থাকবেন

৩| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

জুল ভার্ন বলেছেন: গুচি মাছ মানে ছোট বাইম মাছ।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা গোচি মাছ গ্রামের খলবিলে পাওয়া যায় বাইম মাছ আলাদা ভাল থাকবেন

৪| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: গুচি মাছ চিনলাম না।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ওই বাইম মাছের মতো দেখতে একটু ছোট হয় যা শীতের শেষ বিল বা পুকুরে মাটির মধ্যে থেকে পাওয়া যায়
ভাল থাকবেন-----------

৫| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা গুচি মাছে চিনেছে তো
ভাল থাকবেন--------

৬| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এইটা গোটি মাছ?


৭| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধুর গোচি লিখতে গিয়ে গোটি হয়ে গেছে। তবে কবিতা ভাল হয়েছে।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----

৮| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: গোচি মাছ খাইলাম না কখনো।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: তাই দাদা এখনি বাজার থেকে গুচি মাছ কিনে খাবেন আশা করি খুবি ভাল লাগবে

৯| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৪

সোবুজ বলেছেন: আমরা গুইত্তা মাছ বলি।আঞ্চলিক ভাষা মনে হয়।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: হু হতে পারে কিন্তু মাছটিতে স্বাদ আছে দাদা ভাল থাকবেন

১০| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজীব দা গুচি মাছে চিনেছে তো
ভাল থাকবেন--------

আসলে একই মাছের অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নাম হয়।
এ মাছ আমি কখনও খাই নি। জানেন খাবোও না।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কেনো রাজীব দা গুচি মাছ খাবেন না খুবি স্বাদ আছে তবে এল্যার্জি থাকলে সমস্যা
খেয়ে দেখবেন ভাল লাগবে-------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.