নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতা পাঠের লিং-
চাঁদের মুখে- সোনার চামচ
রোদ বৃষ্টি হাসে, তাই তো সোনালি
প্রান্ত জুড়ে দৌড়- কেমনে
আধার নামে, ও দুঃখ মাটির বুকে;
এক দা সূর্যের সাথে মাটির আড়ি
খর পুড়ে চৈত্রের সাথে বৈশাখী-
কোন কালে আসলো না ফাল্গুন
শুধু ভাসে খড় স্রোতের সুখে;
দেখো না একটি বার একটা আধার আছে
ধান শালিকের মাঠে- ফাল্গুনের পৌষ আছে
একলা চাঁদের শ্রাবণে- আমার থাকলো উড়া
উড়া ঘাস ফড়িঙ র চিলে- সোনার চামচ মুখে।
০৭ চৈত্র ১৪২৮, ২১মার্চ ২২
২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: হু কবি ছবি আপু সঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন---------
২| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের লাইনে মেখে না মুখে হবে ?
২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা মুখে হবে ভুল করে মখে লেখেছি পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------
৩| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৬
জুল ভার্ন বলেছেন: সুন্দর!!!
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৪| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
আমার কাছে পাঁচ টি সোঁনার চামচ আছে।
২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: তাই নাকি রাজীব তাহলে ত আপনি সোনাই সোহাগা
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বানান ভুল হয় বেশীই