নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচূড়ার বাসনা

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৭



শখের মাথায় রূপালি কবিতার বসবাস
কষ্ট নোনা কবির ভাবনায় সোনালি সুখ;
অথচ দুচোখ জুড়ে মৃতু শোকের মাতম
তারপরও কবিতার শুধু রঙিন রঙধনু চায
এভাবেই জীবনের ঘাত প্রতিঘাত জলবায়ু

পরিবর্তন আনে প্রেমের যত সব খেলা সর
তবু কবির বুকে একটা নদীর ঢেউ বয়ে যায়
কবিতা সে ঢেউয়ে খেলে চাঁন্দ তারার বাসর;

ঘাস ফঙিংর কথা ভুলে যাই- এখন সময়ের
ভীষণ বর্বরতা অতঃপর ঘরের মাচাঙ্গে ভরে
তুলি-কবির যত সব অপাকা কৃষ্ণচূড়া বাসনা।

২৯চৈত্র ১৪২৮, ১২এপ্রিল ২২

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি ও কবিতা দুটোই দারুণ হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি মশিউর দা ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন

২| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার পছন্দের ফুলগুলির মধ্যে এই কৃষ্ণচূড়া একটি।

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি অশেষ ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন----------

৩| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আজকের কবিতাটা খুব সুন্দর হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন
তবে চা খেতে হবে আসবেন? ঈদতে বাড়ি যাব!

৪| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: চকতকার একগুচ্ছ কৃষ্ণচুড়ার সাথে অসাধারণ সুন্দর কবিত!

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন------

৫| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজীব দা ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন
তবে চা খেতে হবে আসবেন? ঈদতে বাড়ি যাব!

হ্যাঁ আমি আসার আগে আপনাকে ফোন করবো।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা খুশি হইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.