নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এক কবিতার উষ্ণ পরশ
শুধু প্রেমের দিকেই হাঁটে অথচ
লাল বর্ণের অর্থটাই ভাল করে বুঝি না!
লোকলজ্জায় আজ কাল
সেই শিক্ষাটাই পেলাম না-
যত সব বিতর্কই গোল্লাছুট খেলে গেলো;
ফুল কেনো কবিতার প্রেমে পরে;
সময় দিন কাল পত্র কিছুই বুঝি না!
কবিতাকে নেংটা শিশুর মতো
মনে করে থাকি- আসলে কি তাই?
আমার কাছে মনে হয় না-
কারণ প্রেমিকার মন বুঝতে হলে
অনুভব দরকার- ঠিক কবিতাও তাই,
চল এখন একটা কবিতা গিলে খাই।
০৬বৈশাখ ১৪২৯, ১৯এপ্রিল ২২
২০ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন---------
২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটি করে কবিতা লিখেছেন। এবং সামুতে প্রতিদিন একই সময়ে কবিতা পোষ্ট করছেন দীর্ঘ সময় ধরে। বিষয়টা ভালো লাগে।
২০ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা চেষ্টা করে যায়
ভাল ও সুস্থ থাকবেন---------
৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০২
অধীতি বলেছেন: চলেন খাই নাগরিক যাপন অথবা বৈশাখী ঝড়।
২০ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সুন্দর বলেছেন অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।