নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সবাই এখন সংসার বুঝে
চাঁদ সূর্যের মতো; বাঁশ ছাড়া
বাঁশি হয় না- কয় জন জানে!
কি দারুণ সবাই বাঁশি বাজাতে চায়-
সুর থাকুক বা নাই থাকুক!
ফু দিলেই হলো; ওরে সংসার তো এ নয়?
অনেক কিছুই ভাবতে হয়-
ধরো ন্যায় অন্যায় আরকত কি
শুধু বর কনের হিসাব খাতাতেই হয়
মুখে অগোচরে শুধু বদমায়েশের বর্ণচোরা;
আর কি সহ-এ সংসার জগতময়।
২৭ চৈত্র ১৪২৯, ১০ এপ্রিল ২৩
১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: আর কত< আরকত
পাঠে শুভ কামনা জানাই
কবি ছবি আপা ভাল থাকবেন
২| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে আপনার কবিতা পড়ছি। এখন আপনার কবিতা ভালো লাগতে শুরু করেছে।
১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশী ভাল লাগলে পেট খারাপ হবে
পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি রাজীব দা ভল থাকবেন-------
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরকত মানে কিতা ভাই