নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

আঙ্গিনা

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬



আগুনের কাজ জ্বলতে
ভালোবাসা চায় পুড়তে- পুড়তে
এটাই তো দৃষ্টি বহর শুধু
বাতাস বয় নিশ্বাসে নিশ্বাসে;
ফাল্গুনের হাটবাজারে
কত রঙের মেলা, কিনবো বলো
সরিষার চারা- সোয়া চন্দন পিটের ফুরা
ধোয়া ছাই শুধু সোনালি মোড়ে
আগুনে পোড়া- পোড়া-
এ ভালোবাসার ঘর আঙ্গিনা।


২৯ চৈত্র ১৪২৯, ১২ এপ্রিল ২৩

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা গ্রামীন জীবন মনে করিয়ে দেয়। কবিতা ভাল হয়েছে। চন্দন পিটের ফুরা মানে কি ?

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চন্দন কাঠ হিন্দুরা মরে গেলে পুড়ায় না সেটাকে বুঝায়েছি
পাঠ করার জন্য অনেক শুভ কামনা জানােই
ভাল থাকবেন-------

২| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন নতুন শব্দের আবিষ্কারক ভাইয়াটা

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: নতুন শব্দ না
নতুন নতুন ভাব চলে আসে তাই লেখি
অনেক শুভ কামনা জানাই কবি ছবি আপু

৩| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৬

নজসু বলেছেন:



বিসর্গ ছাড়া নিঃস্বাস এই প্রথম এভাবে জানতে পেরে খুবই খুশি খুশি লাগছে। খোঁজ খবর নিয়ে দেখলাম নিশ্বাসে অবিশ্বাস করার কোন কিছু নাই। ধন্যবাদ প্রিয় ভাই।

১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি সঠিক বলেছেন পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন--------------

৪| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই রাজীব দা
ভাল থাকবেন-------

৫| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আজ আমি একটি কবিতা লিখব পড়ার আমন্ত্রন রইলো।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অবশ্যই রাজীব দা
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.