নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

খিড়কি দরজার পিছে

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৯



রাত পুহায় রাত-
ভোর শিশিরে দেখি
সবুজ আলপথে ঘাস-
মন ভেজা রোদ!
রাত পুহায় রাত;

দৌড়ায় দৌড়ায় কত দূর
তেল ভাজা উঠন
আলপিনে বুঝে না
জীবন সংসার আঁধার
দৌড়ায় দৌড়ায় কতদূর;

সোনার পালঙ্কে ঘুম
আর কতখানি কুম
বাস্তবতার কলকাঠি ভাবি না
এই চলে যায় দুম
সোনার পালঙ্কে ঘুম;

খিড়কি দরজার পিছে
সবই দেখা দেখা যায়
বুঝো কি- বুঝও না
দুষ্ট রাতের গান, গেয়ো না-
এই মরে প্রাণ।

২৪ শ্রাবণ ১৪২৯, ০৮ আগস্ট ২৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার বেশির ভাগ কবিতায় উচ্চারণ যথাযথ হয় না। যেমন রাত পুহায়। পুহায়া হবে না। সঠিক উচ্চারণ হবে রাত পোহায়।

০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিক বলেছেন রাজীব দা কিন্তু উচ্চার তো
একই হয় পুহায়< পোহায় যাক
ভাল থাকবেন----

২| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: না উচ্চারণ এক না।

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: উকার ওকার কখনো ওকার< উকার হয়
আবার উকার ওকার উচ্চ হয়--------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.