নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সময়ের কারেন্ট ফান্দি জাল
ইলিশে আটকিছে- জান শুধু
আন চান করতিছে মাটির স্রোতে-
তবু প্রাণ বুঝে না শূন্য আকাশ;
গোলাপ, রজনিগন্ধা তো গন্ধ দিচ্ছে
অথচ সময় ধৈর্য- এই ধরে,
এই ঢেঁকি পার মারে বুক বরাবর-
আন চান করে শুধু ফান্দি জাল
তবু রাত পুহায় এখন শিশিরে ভোর
দুলে উঠে কায়া উষ্ণ চাদর!
০৩-১২-২৪
০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: এটা আঞ্চলিক শব্দ ফান্দি জাল যেটা দিয়ে মাছ ধরে
ভাল থাকবেন--------------
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা রইল কবি রাজীব দা ভাল থাকবেন--
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফান্দি জাল কিতা?