নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
মামু বাড়ির কুকুর
ঘেও- ঘেও বাঁকছে-
বুঝতে কি পাও?
গরুর হাড্ডি দিলেই
বুঝি থেমে যাবে-
কুকুরগুলোর গাও;
গাও তো নয় যেনো
পাঁটা পাঁটা গন্ধ সারা
কার্তিক মাস ভাবছো
ও দুষ্টু কুকুর খাড়া;
৪-১২-২৪
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভয়াভয় আলী দা ভাল থাকবেন--------
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: লেখার সাথে যে ছবিটা ব্যবহার করেছেন, সেই ছবিতে কি কুকুর না শিয়াল?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: ধরে নেন একটা ভাল থাকবেন কবি রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটির সাথে ছবিটাও সুন্দর হয়েছে ।
কিছুদিন পুর্বে এস টিভে সংবাদ চিত্রে দেখেছিলাম গত কয়েক বছর ধরে গাইবান্ধায় বাড়ছে কুকুরের উপদ্রব।
জলাতঙ্কে আক্রান্ত পাগলা কুকুর কামড়াচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে। প্রতিদিন কুকুরে কামড়ানো গড়ে
৩০ জনকে হাসপাতালে রেবিস ভ্যাকসিন দিতে হচ্ছে।
কুকুরপ্রেমীদের চাপে কুকুর নিধন বন্ধ থাকায় পৌর কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নিতে পারছে না। কুকুর আতংকে
অনেক শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
দলবদ্ধ পাগল কুকুরের আক্রমনে দিশেহারা গাইবান্ধাবাসী। শহরের পুরাতন বাজার, হকার্স মাকেট, বাংলাবাজার,
ট্রাফিক মোড়সহ বিভিন্ন এলাকায় বেড়েই চলছে কুকুরের উপদ্রব। প্রতিনিয়ত কুকুরের আক্রমনে শিকার হচ্ছে
শিশুসহ পথচারীরা।
এখন যদি মামু বাড়ীর এমন খেপাটে কুকুর খাড়া হয়ে যায় তাহলে খুব মুছিবত হযে যাবে ।
সুন্দর কবিতা ও ছবির জন্য ধন্যবাদ