| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
চাকুরী নিয়ে বড়লোকির ভাবটা
বড় দূহরের জোছনা খুলার কাজ;
সূর্য উঠলে কি- না উঠলে কি?
মাস ফুরালেই ফাল্গুনের গাছের
পাতা ঝর ঝর করে ঝরে পরে;
স্বপ্ন দেখি আকাশে বাড়ি বানাচ্ছি
আর রঙিলা শূন্য রাস্তায় হাঁটচ্ছি-...
এ সোনার দেশে আজও-
হায়না, শকুনের উৎপাত
তারা এখনও স্বপ্ন দেখে নাকি
রক্ত খাবেই- খাবে নির্বাক;
তাদের মনে নেই- নেই- নেই
উড়ানো শান্তি পায়রার গান -
শুধু হিংসা ক্রোধে যে প্রাণ;
স্বার্থেই দেখে হায়নার মতো-
ভণ্ডামি যেনো শিয়াল...
আজ চোখে দেখি অনাবিল
একটা দেশে- একটা পৃথিবী
সমগ্র ঘুরছে- তাঁর প্রতিছবি!
কথা বলছে- অজস্র ঠোঁটের
ফাঁকে-অশ্রুসিক্ত আলোর বুকে
সোনালি আদর্শরা মুখে যাবে
ধানের শীষে- ধানের শীষে
অনুভবে তুমিই অমর নক্ষত্র
তুমিই সরার আগে বাংলাদেশ
রক্তের শিরাই শিরাই...
শকুন পাখির বিদায়
রক্ত শূঙ্গাবে না আর-
গোপনে রক্ত খাইতো
বুঝতো না যে কেউ;
ফেরাস্তায় ভাবতো বসে
না না না বড় শয়তান-
বেটা শকুন পাখি বটে
এখন রক্ত খেলে গলায়
দিবে সেলায়, বুঝবে বেটা
শকুন পাখির জ্বালা পুড়া।
১৮-১-২৬
আমাবস্যা রাতের বামন ফুলের গো
গন্ধ ঝরে না- না পশ্চিমের হাওয়ার
পূর্বে থাকি বলে- কষ্ট সাদা বালি
লাগে না, লাগে না চাঁদের ঝলকানি;
নদীর ঢেউয়ে মাছ হাসে- হাসে না
যে, মাটির পোড়া ভাঙ্গা ফুলদানি;
লেপ্টে থাকে-...
ষড়যন্ত্রের মাঝে প্রেম থাকে না
মায়া মমতারও সূর্য চাঁদ হাসে না
অনন্তকাল আঁধার মুখ, কোন ভাবেই
রোমান্টিকের ছোঁয়া পরে না;
মৃত্যুকে দেখে- সে ভয়ও পায় না
নির্দয় নিঠুর; তার দাঁতগুলো
ষড়যন্ত্র করবেই, পূর্ণিমা রাত...
হইতাম যদি- চড়ুই পাখি
এতোদিনে ঘর বানাতাম-
অট্রালিকার ছাউনি;
চোখ জুড়াইয়া- মন পোড়াইয়া
দেখতাম শুধু
ঐ চাঁদেরও হাসি;
আগের মতো বুঝতো না রে
এতো ভালবাসি-
আমি অধম রয়ে গেলাম
হইলাম না রে- চড়ুই পাখি!
জনমের স্বাদ জনমেই থাকলো
পুড়লো শুধু ইচ্ছার...
চির সরিষা ফুলের মাঠ-
তোমাকে খুব মনে পরে!
শীতের শিশির ভেজা ভোরের সূর্যটা
তোমার হলুদ রঙ যেনো আরও
সৌন্দর্য করতো; চঞ্চল মনটা
হারিয়ে যেতো কোথায়?
তিনকাণে জমির সরিষা
আমার খুব প্রিয়ছিল, দূর থেকে
হলুদা রঙের আঁচ নিতাম-...
তুমি আপসহীন বলে ঘুমিয়ে গেলে
শহীদ জিয়ার পাশে অশ্রুসিক্ত শুধু
বাংলার মাটিতে ধানের শীষে শীষে
তোমার নামের ধ্বনিতে গান গায়ব
আমরা শুনোবো যে দোয়েলের ঠোঁটে
তুমি চিরামলিন তোমার কর্ম আদর্শে
আমরা জাগবো লাল সবুজ পতাকায়...
লজ্জাহীন চোখ আর নাকেরা
সুগন্ধ ফুলের যে গন্ধ পায় না;
দেহের ভাজে দেখায়, সৎ আদর্শ
কিন্তু মনের চারপাশটা যে নর্দমা-
অহমিকায় দেখে শক্র মিত্র চেহেরা
তবু কর্মটা যেতোই মহৎ হোক না
লজ্জাহীন চোখ স্বার্থটায় টানে...
নির্বোধের মাঝে সমুদ্রের ঢেউ নেই
কি করে বুঝবে বালুচরের উত্তাপ বর্ণ;
কঞ্চি ছায়ার মাঝে শুধু অহমিকার চোখ-
মাটির সুখ দেখে যায় দুপুর দুবলা ঘাস;
তবু নির্বোধ খুঁজে পায় কি- কৃষ্ণ চোখ?
জমানো কালমেঘে ভাবনার ছোঁয়া...
সুন্দর এই শহরে
এখনও ইতর প্রাণী বাস করে
তাদের মৃত্যু নেই-
হিংসার আলোয় এরা মৃত্যুকে
করেছে জয় জাতিহীন
প্রভু নেই- নিজেই নিজেই প্রভু
তবু তারা ভীষণ ভাবে
আনন্দে উড়ে বেড়ায় জঙ্গলে
চোখ নাকি নিস্পাপ-
হিংসার কর্ম ফল...
তুমি আকাশ রঙিন দেখো
দেখো শত তারার ঢেউ-
ফসলি মাঠ হাহাকার,
তুমি হবে উর্বরতার ছুঁয়া ভরা বাতাস
মাটিরা হেসে ওঠবে নবান্ন উঠন
তোমার স্বপ্ন যেনো মাটির টান-
ওহে অঙ্গুর বীজ বিবেক দেখো
মনুষ্যত্বের প্রণয়ে জাগো-
তুমিই হবে সুজলা...
এই বাংলার আপসহীন মা কে
হারিয়ে ফেললাম শুধু মহাকাব্যে;
ধ্বনিত হবে এতটুকু আকাশ মাটিতে
আর অশ্রুসিক্ত শস্য শ্যামল মাঠে-
চোখ পুড়া সোনালি স্মৃতির পটে অপূর্ণ
গলাশূন্য হাহাকার পূর্ণিমায় চাঁদের ঘরে;
তবু আপসহীন মাকে খুঁজে পাবো?
সমস্ত কর্মের...
©somewhere in net ltd.