নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

কষ্ট সাদা বালি

১৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৫


আমাবস্যা রাতের বামন ফুলের গো
গন্ধ ঝরে না- না পশ্চিমের হাওয়ার
পূর্বে থাকি বলে- কষ্ট সাদা বালি
লাগে না, লাগে না চাঁদের ঝলকানি;
নদীর ঢেউয়ে মাছ হাসে- হাসে না
যে, মাটির পোড়া ভাঙ্গা ফুলদানি;
লেপ্টে থাকে-...

মন্তব্য৩ টি রেটিং+৩

ষড়যন্ত্রের হাসি

১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২২



ষড়যন্ত্রের মাঝে প্রেম থাকে না
মায়া মমতারও সূর্য চাঁদ হাসে না
অনন্তকাল আঁধার মুখ, কোন ভাবেই
রোমান্টিকের ছোঁয়া পরে না;
মৃত্যুকে দেখে- সে ভয়ও পায় না
নির্দয় নিঠুর; তার দাঁতগুলো
ষড়যন্ত্র করবেই, পূর্ণিমা রাত...

মন্তব্য১০ টি রেটিং+০

পোড়লো ইচ্ছার আলো

১৩ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৩


হইতাম যদি- চড়ুই পাখি
এতোদিনে ঘর বানাতাম-
অট্রালিকার ছাউনি;
চোখ জুড়াইয়া- মন পোড়াইয়া
দেখতাম শুধু
ঐ চাঁদেরও হাসি;
আগের মতো বুঝতো না রে
এতো ভালবাসি-
আমি অধম রয়ে গেলাম
হইলাম না রে- চড়ুই পাখি!
জনমের স্বাদ জনমেই থাকলো
পুড়লো শুধু ইচ্ছার...

মন্তব্য৮ টি রেটিং+৩

শূন্য হয়ে গেছে

১২ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬


চির সরিষা ফুলের মাঠ-
তোমাকে খুব মনে পরে!
শীতের শিশির ভেজা ভোরের সূর্যটা
তোমার হলুদ রঙ যেনো আরও
সৌন্দর্য করতো; চঞ্চল মনটা
হারিয়ে যেতো কোথায়?
তিনকাণে জমির সরিষা
আমার খুব প্রিয়ছিল, দূর থেকে
হলুদা রঙের আঁচ নিতাম-...

মন্তব্য৬ টি রেটিং+১

মা জননী

১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৯


তুমি আপসহীন বলে ঘুমিয়ে গেলে
শহীদ জিয়ার পাশে অশ্রুসিক্ত শুধু
বাংলার মাটিতে ধানের শীষে শীষে
তোমার নামের ধ্বনিতে গান গায়ব
আমরা শুনোবো যে দোয়েলের ঠোঁটে
তুমি চিরামলিন তোমার কর্ম আদর্শে
আমরা জাগবো লাল সবুজ পতাকায়...

মন্তব্য৫ টি রেটিং+১

অবজ্ঞার দাঁত হাসে

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৯


লজ্জাহীন চোখ আর নাকেরা
সুগন্ধ ফুলের যে গন্ধ পায় না;
দেহের ভাজে দেখায়, সৎ আদর্শ
কিন্তু মনের চারপাশটা যে নর্দমা-
অহমিকায় দেখে শক্র মিত্র চেহেরা
তবু কর্মটা যেতোই মহৎ হোক না
লজ্জাহীন চোখ স্বার্থটায় টানে...

মন্তব্য২ টি রেটিং+০

সন্ধ্যার হাসি

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৭


নির্বোধের মাঝে সমুদ্রের ঢেউ নেই
কি করে বুঝবে বালুচরের উত্তাপ বর্ণ;
কঞ্চি ছায়ার মাঝে শুধু অহমিকার চোখ-
মাটির সুখ দেখে যায় দুপুর দুবলা ঘাস;
তবু নির্বোধ খুঁজে পায় কি- কৃষ্ণ চোখ?
জমানো কালমেঘে ভাবনার ছোঁয়া...

মন্তব্য৩ টি রেটিং+২

হিংসার চতুর

০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৫


সুন্দর এই শহরে
এখনও ইতর প্রাণী বাস করে
তাদের মৃত্যু নেই-
হিংসার আলোয় এরা মৃত্যুকে
করেছে জয় জাতিহীন
প্রভু নেই- নিজেই নিজেই প্রভু
তবু তারা ভীষণ ভাবে
আনন্দে উড়ে বেড়ায় জঙ্গলে
চোখ নাকি নিস্পাপ-
হিংসার কর্ম ফল...

মন্তব্য৭ টি রেটিং+১

হিংসার বিষমন

০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৩

...

মন্তব্য২ টি রেটিং+০

স্বপ্নচাষী চোখ

০৪ ঠা জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৫


তুমি আকাশ রঙিন দেখো
দেখো শত তারার ঢেউ-
ফসলি মাঠ হাহাকার,
তুমি হবে উর্বরতার ছুঁয়া ভরা বাতাস
মাটিরা হেসে ওঠবে নবান্ন উঠন
তোমার স্বপ্ন যেনো মাটির টান-
ওহে অঙ্গুর বীজ বিবেক দেখো
মনুষ্যত্বের প্রণয়ে জাগো-
তুমিই হবে সুজলা...

মন্তব্য২ টি রেটিং+১

অমরত্বের মহাকাব্যে

০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪


এই বাংলার আপসহীন মা কে
হারিয়ে ফেললাম শুধু মহাকাব্যে;
ধ্বনিত হবে এতটুকু আকাশ মাটিতে
আর অশ্রুসিক্ত শস্য শ্যামল মাঠে-
চোখ পুড়া সোনালি স্মৃতির পটে অপূর্ণ
গলাশূন্য হাহাকার পূর্ণিমায় চাঁদের ঘরে;
তবু আপসহীন মাকে খুঁজে পাবো?
সমস্ত কর্মের...

মন্তব্য৬ টি রেটিং+৩

চোখের জল

২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬


সুদীর্ঘ ১৭ বছরের জমে থাকা
বিনম্র চোখের এক কোণে জল!
প্রকাশে এলো এই জনসমুদ্রে-
জনসমুদ্র তুলছে আনন্দাশ্রুর
ঢেউ- দেখছে নতুন ফুলের গন্ধ;
এ নৈঃশব্দের আর্তনাদ বুঝতে
হবে শুধু তোমাকে- আমাকে
গড়ে তুলতে হবে মনুষ্যের প্রণয়ে
সূর্য ভোর- যেখানে...

মন্তব্য১২ টি রেটিং+০

আমরা জাসাস

২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২২


ভাবনার চোখে নতুন উচ্ছ্বাস
তুমি এসো বলে নতুন বিশ্বাস;
হৃদয় মেলে নিচ্ছে নিঃশ্বাস-
নতুন রূপে জন্ম নিলে জাসাস!
আমরা সাজবো নতুন প্রভাতে
তোমার বুনানো রঙিন স্বপ্ন আকাশ
আমরা এই প্রাণ চঞ্চল জাসাস-
ভুলবে না তোমার ঘ্রাণে উড়া...

মন্তব্য৬ টি রেটিং+৫

তুমিই বাংলাদেশ

২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৩


ঐ জনসমুদ্র কাঁপছে আকাশ
এই শীত উষ্ণ ফুরফুরে বাতাস,
চিৎকার করে ভিজে যাচ্ছে শুধু
আনন্দাশ্রু আমার মনের মাতাস;
তোরা দেখো,কে আসছে দেখো
উম্মুখ যে মাঠের শস্য শ্যামল
তুমিই যে বাতিঘর- দীর্ঘদিনের
প্রতিক্ষায়- এই হোক অবসান-
আবার ফুলে ফলে...

মন্তব্য৮ টি রেটিং+১

ভাঙ্গে না ঢং

২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫


সুন্দর সুন্দর পৃথিবীর পরিবর্তন
দেহ পরিবর্তন বয়সের কি ছাপ
পরিবর্তন নেই নিঠুর নিয়মের চাপ;
বেহিসাবির হুস হারা- বেহুস-
সময়ের নেই শুধু গতির কুশ;
এই অসঙ্গতি জীবনে মিলে না
আর রহস্যপ্রীতির খুস! তবু
পাগলপারা- নীল আকাশ সবুজ
পৃথিবী, অনলেপুড়া...

মন্তব্য৭ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.