![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
স্বপ্নের নীল আকাশে মেঘ নেই,
পানিরা সব হয়েছে চর,
চরের পোকাড়া এই রোদে মরবে
না হয় জলেই ডুববে;
সত্যই মৃত মানুষের স্বপ্ন নেই
তবু জীবিত নিঃশ্বাসে
কত প্রেমের মেঘজল কাঁদা
ভেসে ভেসে এই মৃত্তিকা সাদা;
শুধু রঙ দূর...
নজরুল তুমিই সাম্যের ফুল বাগান
সত্যই ফুটে আছো আজও সুন্দর!
তোমার ঘ্রাণ বুঝি আরও আরও সুন্দর-
বিশ্বলয় সাম্য এক বিদ্রোহের গান;
মর্মে মর্মে করেছো যা চির অম্লান
তোমার সাহসে ধরি অগ্নিবীণা, বিষের বাঁশি,...
জীবন এক মরুময় বালুচর-
লাভ ক্ষতির হিসাব রাস্তার মোড়
শুধু এক ভাল কাছ বয়ে যাক
ঢেউয়ে ঢেউয়ে ভাসে দুধের সর;
ওখানে গোপনে পান্তা ভাতের
আসর,কেউ দেখে না- কেউ
বুঝে না পূনর্বাসন, অভিনয়ের
বাণিজ্যটা, এমনী এখন জীবন;
২৫-৮-২৫
কঞ্চি হাসি যেনো সমুদ্রের ঢেউয়ের ভাব ভাব
জলগুলো গড়ে গড়ে নদীর সমতল বালুচর;
সন্ধ্যার তারাগুলো রেগে উঠে হাতে আগুন-
জ্বালাও আগুন,তবে ছবির আচল দৃষ্টিগোচর
সুখ- যাহার বাহিরে যেনো রোদ উজ্জ্বল ঠাণ্ডা
তবু যে হাসির ঠোঁট...
শালা পাপীদের দৃষ্টিভঙ্গি
বদলাবে না আর,গা গন্ধ
করে কেমন কেমন দোসর;
বিবেক জ্ঞানটাও ঠিক যেনো
নর্দমার মন- বুঝলো না আর
কত বড় রাক্ষসী, শয়তান-
কি ধোকাবাজি, দেখলো না মন
শূন্য ধুলই পালান করলো
কোথায় থাকলো দেশপ্রেমিক,
চারপাশটা ঘৃণার থুথুর...
এই শুনো আমাদের দৃষ্টিভঙ্গি
ঠিক পাখির মতো হলো না আর;
বিবেকটা ঠিক হিংস্র হায়না মতো
রয়ে যাচ্ছে,এখানে শুধু স্বার্থ ছাড়া
কিছু নেই,বদলাইনি এখনও দেখছি
পাহাড়, ঝর্ণার মতো রক্তাক্ত ঢেউ;
অথচ শান্তির জন্য খুঁজছি...
ইতিহাসের বর্ণগুলো কেমন
জানি রহস্যময়ের প্রতিছবি;
কেউ দেখতে পাচ্ছে; আবার
কেউ দেখেও- বুঝেও বির্তকের
দোসর বর্ণের গন্ধ গন্ধ ছড়াচ্ছে;
বিশ্বাসের জায়গাটাই যদি ধর্ম হয়;
তাহলে ইতিহাসকে মিথ্যা বলছো,
বিশ্বাসটা কোথায়,কোথায় থাকল ধর্ম
ওরা জবাব দিতে পারে...
একদল কবি আমাকে বললেন
মহাকবির কবিতা পাঠ হবে;
চলে আসছো জাতীয় প্রেসক্লাবে
তারপর আসলাম প্রেসক্লাব যেনো
কবিতার নিদুরুণ গন্ধময় হয়ে উঠল-
আমি শুধু অপেক্ষায়, কবির জন্য
কখন পাঠ করবে কবিতা,যখন
শুনলাম বসুন বসুন কি আনন্দ...
আহা পি.আর এর স্বপ্ন
দেখবে না আর জনগণ
প্রতিনিধির সুন্দর আলাপন;
তবু নাকি ভোটে সীল মারবে
জনগণ- কি এমন হলো প্রীতি
গণতন্ত্রেরে হবে রীতি নীতি;
১৬ বছরে হারিয়েছি শুধু ভোট
দেওয়া আগ্রহ- এই পি.আর
হবে কি?...
লাল সবুজের মাঝে চিরদিন;
আজ তোমার শুভ জন্ম দিন
তুমি সর্বকালের আপোষহীন
আমাদের মা ডাকার প্রতিধ্বনি!
জনসমুদ্রে তোমার বয়স হলো একাশি-
তাই তো আমরা সবাই ভালবাসি!
তুমি বেঁচে আছো এই গ্রাম বাংলায়
সবুজ ছায়ায়- নদ নদী-...
সময়গুলো অনুশোচনার হাত ছুঁই না
রাক্ষসীর দাঁতে দেখছি রক্তাক্ত কামর;
প্রণয়ের চোখে ভাবছি ষড়যন্ত্রের বাসর
তবু সময়ের কাটা ঘুরছে মাটি থেকে
আকাশ, এমন কি মৃত্যুপুরির গন্ধ মন;
এভাবে আর কতদিন তাজা পাতা ঝরবে
অঙ্গুর মাথা বিনষ্ট,সময়গুলোর...
মাটির স্পর্শে কি দেখেছো বাবু
স্বার্থের নাম নিত্যই স্বৈরাচার
ক্ষমতার অপর নাম রক্তচক্ষু;
এই, চারপাশ দেখতেছি- তার
ঘণ লতা পাতার আয়না মুখ!
হায় সবে কোথায় গিয়ে দাঁড়াবে
শান্তি সুখের পায়রা-নাকি নিয়তির
নিয়ম বাঁধার পল- উঠনে খেলবে
ছলনার নবান্ন-...
আরাফাত রহমান কোকো মানে
স্বাধীনতার স্বপ্ন- ২৬মার্চ স্বাধীনতার ডাক;
আরাফাত কোকো মানে মুক্তিযুদ্ধার
অদম্য শক্তি সূচনার রক্তিম হাসি!
আরাফাত কোকো মানে নিভৃতচারী
অমর ক্রীড়াশিল্পী,সবুজ সোনালী ফসলের মাঠ;
আরাফাত কোকো মানে অবুঝ শৈশবেই
৭১-এ পাক-হানাদার...
এই সমাজের মানুষগুলো এরকমী
কেনো স্বার্থ ছাড়া যুদ্ধ করতে চায়
নিঠুর গুলি থামানো যায় না- সবাই
শান্তির হাসি চায়,ঈশ্বর আছে তাই;
ভয়ের আগলা মাথায় ঘিয়ের তেল
তবু তারা রয়েই যায় সোনার বেল
ঐসব মানুষগুলো...
©somewhere in net ltd.