![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আসুন আমরা পবিত্র মাসে
ফুল ফল সোনালি ফসলের মাঠের
মতো পবিত্র হই;পবিত্র ভাবে
গড়ে তুলি মন চোখ ঠোঁট হাত পা
বর্ণচোরা না হই যষ্টি পুষ্টি ভাবনা;
আসুন আমরা সুখ শান্তি
মর্মস্পর্শীতাই এ মাহে রমজানের
পবিত্রতাই একাকার হয়ে...
এই আমি বার বার শুধু
ভুল সুন্দরীর কাছে যাই;
সে আমাকে অপছন্দ করে
তবু কেনো বার বার যাই;
কত সুন্দরের কথা বলি ভাই
মর্ম ম্পর্শের কথাও বললাম
কিন্তু ভুল সুন্দরী উৎসফল হলো না
কোথায় জানি গিরু...
প্রেম শুধু কায়ার ভাত কাপড়
গতিহীন প্রেম ছাড়া জীবন অচল;
তবু প্রেম হয়ে যায় কার কখন-
মুচকি হাসিতেই ভেজা মুখ তখন
ক্ষীণ প্রেম কাঁদায় মরণ
সন্ধ্যা আসে দুপুর যায়,
এই তো প্রেমের হালখাতা আয়োজন
বটতলায় অপেক্ষা...
দরজা খুলা থাকলে ভাইরাস ঢোকবে
পরিশেষে প্রমান হবে না
কোন ভাইরাসে অপমৃত্যু ;
অতঃপর দরজা বন্ধ রাখুন
দৃষ্টির প্রণয়ে হাসুন হাসুন;
চলেন এবার যমুনার বালুচরে যাই-
মুখে ফু দেওয়া বাদাম আর ধু ধু চর স্পর্শ...
সোনার দেশে শ্বেত পাথরের মোহ দেখি
স্বপ্নবাজি ঘরে পূর্ণিমা রাতে তারা হাসে;
নীরবতা চাঁদ কথা কয় বাতাস গন্ধ মনে
তবু পাথর চোখে ফুল কষ্টি পাথর বলে
প্রেম তো নয় সরগাম সুরের গান,কেনো
হলো অপরিচিত...
জুয়ারের মতো কথা বলার দিবস
গন্ধ নিচ্ছে জুলাই আগস্ট’২৪ !
আগলা ছুঁয়া ঠোঁটের দীপালোক;
রসে বসে গল্প কবিতার হচ্ছে চাষ
এই রূপালী ধানের শীষ দুলো সুবাসে
দোয়েলের কণ্ঠ ভরা মিষ্টি গানে
সুর লয়ে ভেসে যাও মাতৃভাষা...
রক্তের সম্পর্কের মাঝে মৌমাছির চাক
বুকের চারপাশে মধু জমাট বাধে না আর
কি করে সুসম্পর্ক অটুট জমা থাকে?
রক্ত বোঝে না বিপদের রজনীগন্ধার বৈকালীন মন;
তবুও মৌমাছি উড়ছে আঙ্গিনা চারপার-
পরিচয়ের লজ্জাবতী...
যমুনার প্রেম হাঁটুজলের গন্ধ
সে কি সারি বদ্ধ বাঁধের ঢেউ;
তবুও প্রেম কায়া,মাটিরি মায়া!
নেমে আসে এক আকাশ পরী;
পূর্ণিমায় বেদনার পাখা জোনাকি-
ছন্ন ছায়া আ কি অহমিকার জল
অথচ প্রেম মানে না, বয়স কাল
প্রেমযমুনায় একলা...
অগোছালো গাছটার দিকে তাকালে
দেখছি কোটিপতিদের সার্কাস;
এই বুঝি কেউ আকাশ ছুঁইতে পারে
তাই কোটিপতিরা দৌড় দিয়েছে
দৌড় দিয়েছে- শূন্য বুক করে
এই মাটি ছেড়ে, কি দৌড়াচ্ছে;
ভাবতে পারলো না সার্কাস বালা!
তবু কি রে ভাই...
দুই পায়ের গাছগুলো বৃদ্ধ হচ্ছে
রুপালী স্মৃতিগুলো অপরিচিত পাচ্ছে;
ভেসে যাচ্ছে শূন্য মেঘের দেশে-
তবু সুসংস্রব দুবলা ঘাসের মাঠে;
লতাপাতা ভাবছে না, আপন ঘর!
অথচ মানুষ বলছে- মানুষ ভাবছে
কয়কটা সেকেন্ড বা মিনিটের জন্য-
এতো স্বার্থপর হয়...
আফসোসের গলায় এখন
মধু সহ্য করতে পারছে না ;
তারা এখন চিটে ফিট হচ্ছে
তুলসীপাতা কেও হারমানাচ্ছে
জঙ্গি বিস্ফোরণ প্রমান পাচ্ছে;
কি লাভ অতীতে তুলসীপাতা হয়ে
আয়নাঘর শুনলেই ফিটখাইচ্ছে
আফসোসের চোখে স্বপ্নঘোর-
নতুন আশায় ঘটাবে গঙ্গা ভোর
চোর খুন...
পথধূলি দৃষ্টিরেখে ভাবো মন
কোন পথে স্পর্শছোঁয়া লাগে ক্ষণ
রুদ্র ছায়া বৃষ্টি ঝরা শ্রাবণ
মন ভাঙ্গার উড়ছে ধূলি
এতো স্বার্থপর অহমিকায়
সাজাও শুধু দেহ রঙ্গ পলি;
দেহ ভজন মিশে যাবে
দেখো পায়ের নিচে মাটি
ভয়ে কাপো মশা কামরালে
ধরবে...
হাজার বছরের চরিত্র বাগান
ফুলের মতো আর হলো না!
হায়নার হিংস্র লেগেই থাকলো
এ যুগ, সে যুগ- যুগ যুগান্তর;
তবু চরিত্র ফুলের মতোই সৌন্দর্য
লোভনীয় অথচ সুগন্ধির ঘ্রাণ
যুগল বাতাসে প্রসার ঘটলো...
স্বৈরাচার ফ্যাসিস্ট যারা
তাই আনবে দুর্গতি-
আছে কি তাদের প্রীতি?
আমরা দুর্গ গড়ে তুলবো
ঐ নব্য হায়নাদের প্রতি
তুমি এভাবে ভাবো না
শুধু দলকানা দেখেই নীতি;
তুমি ন্যায় কে- ন্যায় বলো
অন্যায় কে- বলো অন্যায়
অতীত দেখো সোনা-অতীত;
এ বার...
নেট থেকে সংগ্রহ
বেহায়া মরণ শালা আসবেই
কখন আসবে হারাম জাদা বলেই না;
উল্টো পিন্টে শুধু যুগল হাসি-
বেঁচে থাকো তাও বলে না,...
©somewhere in net ltd.