নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর বান্দা ও রাসূল

মোঃ আল মামুন শাহ্

মোঃ আল মামুন শাহ্ › বিস্তারিত পোস্টঃ

চুরির প্রতিদান!!!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

আলহামদু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসুলিল্লাহ

স্লোগানে মুখরিত এলাকা। প্রিয় নেতা গাড়ী থেকে নামছেন। সবাই তার মুখটা একটু দেখার জন্য, তার সাথে হাত মেলানোর জন্য অস্থির হয়ে পড়লেন। আশেপাশের আস্থাভাজন রা ভিড় সামলাতে পারছেন না।তিল ধারণের জায়গা নেই। নেতা এগিয়ে চলছেন। স্টেজে উঠতেই নেতার পকেটে হাত। একি তার মোবাইলটা কোথায়? শার্ট ও প্যান্টের পকেট চেক করলেন।

ঃ কি?? এত্ত বড় সাহস! আমার মোবাইল চুরি করে !! এমন কোন মায়ের বেটা আছে যে, আমার মোবাইল চুরি করে ঠিক থাকতে পারে??

প্লিজ শান্ত হন। বেশি উত্তেজিত হলে আপনার হার্টের সমস্যা হতে পারে। প্রিয় নেতা একটু ভাবুন, প্লিজ। ওই যে দেখছেন না বাজার থেকে আসার রাস্তা টায়, তিন মাস না যেতেই ভেঙে খান খান। ওই ওই যে কনটাকদার মান্না আপনারই তো কর্মী। আপনার প্রভাবে যার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায়নি। আর ওই যে সেই দিন স্বর্ণ চুরি করে আনা মাসুদ তো আপনারই সমর্থক ঠিক না? ছয় মাস আগে আপনি তো তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন। ওসি সাহেবকে বলেছিলেন " আপনি বোঝেন না কিছু? ও আমার সমর্থক !" আপনার দাপটে আজ ওরা বুক-ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর ওই যে বিল্ডার মনির, জোর করে জমির চাচার জমিগুলো কেড়ে নিয়েছে নিজের প্রোজেক্টের জন্য। সে তো আপনার আত্মীয়। তাই না? এত্তগুলো চুরি, ডাকাতি আপনার প্রভাবে চলছে। ভেবেছেন কি আপনি? আপনি তাদের আওতামুক্ত থেকে যাবেন? দেখুন ঠিক সুযোগ বুঝেই তারা আপনারই পকেটে কাটলো। আজকের বিশাল প্রোগ্রাম এ

ঃ আরে ওসি সাহেব। দেখুন মোবাইলটা কোন বড় ফ্যাক্ট না। ওরকম দু-একটা মোবাইল আমি যে কোন সময় কিনতে পারি। কিন্তু নাজনীন আমাকে ওটা গিফট দিয়েছে। আমার কাছে ওটা অনেক মূল্যবান।

ঠিকই বলেছেন প্রিয় নেতা, একটা মোবাইলে আপনার কি বা এসে যায়? ও আপনার প্রিয়তমা বুঝি এটা গিফট করেছে ঠিক না? কষ্ট লাগছে খুব। কিন্তু আমাদের কথা একটু ভাবুন। বাজারের ভাঙা রাস্তাটা দিয়ে প্রতিদিন আসতে যেতে আমাদের কতই না কষ্ট হয়। সেদিন দেখলাম, একজন গর্ভবতী কে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারির প্রত্যেকটা ঝাকুনিতে কতই না কষ্ট হচ্ছে। কিম্বা বেচারা দানেশ কথাটা ভাবুন, স্বর্ণ চুরি যাওয়া তে তার কতই না কষ্ট হচ্ছে। কিংবা জমির চাচার কথা। লোকটা তার পৈত্রিক ভিটে হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছে।

ঃ ঠিক আছে স্যার কোন চিন্তা করবেন না। আমাদেরকে মোবাইলের আই এম ই আই নাম্বারটা দিন। আমরা এক দিনের মধ্যে ব্যবস্থা নিচ্ছি। চোর ব্যাটার লোকেশন ট্র্যাক করে অতি শীঘ্রই আপনার মোবাইলটা ফেরত দেব।

প্রিয় পুলিশ ভাই, একদম জনগণের বন্ধুর মত কথা বলেছেন। প্লিজ ভাই। বাজারের রাস্তা টার তিন মাসে এমন হাল কি করে হলো, তার ব্যবস্থা নেই প্লিজ। একদিনে না হোক অন্তত এক মাসে চেষ্টা করেন। কিংবা দানেশ জ্যাঠার স্বর্ণচর তো আপনার সামনে ঘুরঘুর করছে। কার বিরুদ্ধে একটু ব্যবস্থা নেন। কিম্বা জমির চাচার জমি আত্মসাৎ এর ব্যাপারে এমন কিছু আশার কথা শুনান।

ঃ হ্যাঁ । যেভাবেই হোক আমার মোবাইল চাই ই চাই। না হলে আপনাকে আমি দেখে নেব!

এইতো নেতার মত কথা বলেছেন। এই না হলে আপনি আমাদের প্রিয় নেতা! কিন্তু আপনার কর্মী-সমর্থকদের কুকর্মের বিরুদ্ধে কিছু বলবেন কি? হ্যাঁ। কি বলছেন? ও সে আপনার সমর্থক। তাছাড়া আপনি ও তার কাছ থেকে পার্সেন্টিস পান। তাকে ছাড়া আপনার রাজনীতি চলে না।

ও তার মানে আপনি ও চোরের সহযোগী। একটু কম বলে ফেললাম। চোরই তো। তাহলে আর কি করার? চুরির প্রতিদান তো পেলেন নাকি?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :(
আমাদের নেতারাই সবচেয়ে বড় চোর...

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন। আপনার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



পাল্টে যাও, পাল্টে দাও (কবিতা)[link||view this link]

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ছবিসূত্রঃ গুগল। স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার। একদম আমার মনের কথাটাই লিখেছেন কাউসার চৌধুরী ভাই। আপনার জন্য প্রীতি ও শুভেচ্ছা।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বাস্তব কথা রে ভাই বাস্তব কথা

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: স্বাগতম আমার ব্লগে। প্রথমবারের মত মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: মানুষ নামের ধারাল ছুরি দিয়ে
কেটে ফেলি নিজস্ব নিশ্বাস...

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: না না ভাই এটা করবেন না। মন্তব্য এর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.