নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজে নিজেই জেনে যাবেন। অপেক্ষা করতে থাকুন...........

মোঃ আল-আমিন হোসেন

দেশকে ভালোবাসি।

মোঃ আল-আমিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৪

পাকিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করার নিয়ম আর প্রথা রয়েছে। আর বাংলাদেশ ২য় হতে যাচ্ছে।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় সন্ত্রাস দমনের খাতিরে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে স্বাগত জানাই। কিন্তু জনগনের নিরাপত্তার বিষয়টাও তো বিবেচনায় রাখতে হবে। দেশের জনগনের আঙ্গুল ছাপ নেয়ার অধিকার শুধুমাত্র দেশের সরকারের আছে এবং সেটা সংরক্ষণ করার দায়িত্বও সরকারের। এটা এতটাই গোপনীয় যে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও এই তথ্য থাকবে না আর Finger Print বায়োমেট্রিক পদ্ধতিতে সংগ্রহ করার দায়িত্ব শুধুমাত্র সেনাবাহিনীর উপর বর্তায়।

কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করলে আমাদের Finger Print বেসরকারী মোবাইল ফোন কোম্পানী এবং বিদেশীদের হাতে চলে যাবে। তাতে জনগনের নিরাপত্তার বিষয়টা হুমকির মুখে চলে যাবে। বাংলাদেশ সরকার চাইলে এই পদ্ধতির বিকল্প পথ ব্যবহার করেই সিম রেজিস্ট্রেশন করতে পারেন, যেখানে জনগনের স্বার্থের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টাও প্রাধান্য পাবে।

আমরা জাতীয় পরিচয় পত্র তৈরি করার সময় আমাদের আঙ্গুলের ছাপ দিয়েছি। তাহলে জাতীয় পরিচয় পত্র দিয়েই তো কাজ চালানো যায় কিন্তু সেটা করছে না। আসলে ইচ্ছা আর কৌশলের অভাব আছে। যদি সিম কোম্পানীগুলোকে সঠিকভাবে নির্দেশনা দেয়া হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। নির্দেশনা ঠিকমত পালন না করলে বড় অঙ্কের আর্থিক দণ্ড অথবা বড় ধরনের ক্ষতি হয় এমন শাস্তি দিতে হবে। বেশি না কয়েকটা দৃষ্টান্ত স্থাপন করুন। সব আপনার কন্ট্রোলে চলে আসবে। ক্ষমতা তো আপনার হাতে আছেই, শুধু মানব কল্যানে ব্যবহার করার একটু ইচ্ছা পোষণ করুন।

যেখানে বায়োমেট্রিক পদ্ধতির বিকল্প পথ আছে সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে কেন বাংলাদেশে সিম রেজিস্ট্রেশন কেন করতে হবে? কেন দেশের মানুষকে সম্ভাব্য হুমকির মধ্যে দিয়ে যেতে হবে?
শুধু একটাই দাবি, দেশের সাধারন মানুষের নিরাপত্তা। আমাদের নিরাপত্তা। রাস্ট্রের নিরাপত্তা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রথম কথা হচ্ছে পাকিস্তানের মতো একটি আপাদমস্তক অধপতিত: দেশের একটি সিস্টেম আমাদের কেন অনুসরণ করতে হবে ???? বাংলাদেশের জনসাধারণের বায়োমেট্রিক তথ্যের মতো একটি চরম সংবেদনশীল ব্যক্তিগত তথ্য মোবাইল ফোন কোম্পানির হাতে থাকা মোটেই উচিত নয় ! কোনো মন্দ লোকের হাতে এই তথ্য পড়বে না এমন নিশ্চয়তা দেয়া সরকারের পক্ষে কখনো সম্ভব নয় ! সরকার যেখানে সিম রেজিস্ট্রেসন যথাযথভাবে করার ক্ষেত্রে মোবাইল কম্পানিগুলোকেই নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জনগনের গোপনীয় এই তথ্য সংরক্ষণে এই বেসরকারী কোম্পানিগুলোকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে ? বরং এই পদ্ধতির বিকল্প পথ ব্যবহার করেই সিম রেজিস্ট্রেশন করাটাই শ্রেয় !

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

মোঃ আল-আমিন হোসেন বলেছেন: বিকল্প পথের অভাব নেই, শুধুমাত্র শক্ত পদক্ষপের দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.