![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রদায়িকতা/অসাম্প্রদায়িকতা নিয়ে আমরা অনেক বেশি মাথা ঘামাই। কিন্তু সাম্প্রদায়িকতা কি আর অসাম্প্রদায়িকতা কি?
অবশ্যই মানুষ তাঁর চিন্তাধারায় একজন থেকে অন্যজন আলাদা। আমাদের দেশে যেটা দেখা যায়, এক ধর্মকে অন্য ধর্ম থেকে ছোট করে কথা বলাটাই যেন অসাম্প্রদায়িকতা।
কিন্তু আসলে কি তাই?
আমার ছোট জ্ঞানের আলোকে বলতে পারি, এটা অসাম্প্রদায়িকতা নয়।
অসাম্প্রদায়িকতা হল নিজের ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মকে শ্রদ্ধা করা, নিজের ধর্ম প্রচারের পাশাপাশি অন্য ধর্ম যেন নিজের কারনে প্রশ্নবিদ্ধ না হয় সেইভাবে কথা বলা, এমন কোন কথা না বলা যেটাতে অন্য ধর্মের অনুভূতিকে আঘাত হানে।
আর নিজের ধর্ম ব্যতিত অন্য ধর্মের বিপক্ষে যেকোনো রকম নেতিবাচক কথা, কাজ এবং দৃষ্টি দেয়াই হল সাম্প্রদায়িকতা।
যারা অন্য ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেন আর নিজেদের অসাম্প্রদায়িক বলে দাবি করেন, আমি তাদের বলছিঃ
আপনারাই সাম্প্রদায়িকতা করেন, আপনারাই সাম্প্রদায়িকতার জন্ম দিচ্ছেন এবং আপনারাই সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করেন। আর আপনাদের কথার উপর ভিত্তি করে সমাজে যদি কোনরকম বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সেই দায়ভার আপনাদেরই নিতে হবে। অসাম্প্রদায়িকতার মুখোশ খুলে অসাম্প্রদায়িকতা চর্চা করুন। অনেক সন্মান পাবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
মোঃ আল-আমিন হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
বীরেনদ্র বলেছেন: To treat the others equally is an abolutely impossible idea. The best way to love others is to forget the religions otherwise the discrimination based on religion will persists. Since all the religions discriminate some are " We" and some are "They". When will it go?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
মোঃ আল-আমিন হোসেন বলেছেন: Religion does not make us discriminated. Religious values are the ways for making free from so called discrimination. And we are responsible for this discrimination.
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
বীরেনদ্র বলেছেন: Religion has given you a different identity just as it has given to me.Life and culture has been shaped by religion. what are all these?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
মোঃ আল-আমিন হোসেন বলেছেন: "Life and culture has been shaped by religion." That's true.
It gives us the directions to lead our life without harming others.
Can you say, which religion makes us sectarian?
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
রাজ খান ইমন বলেছেন: সত্যি