নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজে নিজেই জেনে যাবেন। অপেক্ষা করতে থাকুন...........

মোঃ আল-আমিন হোসেন

দেশকে ভালোবাসি।

মোঃ আল-আমিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

এশিয়া কাপ T20 ফাইনালঃ বাংলাদেশ বনাম ভারত

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮

বাংলাদেশ তাঁর নিজের যোগ্যতায় ফাইনালে এসেছে। আশা করি টিমের সকল খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটাই জাতিকে উপহার দিবে।

আমাদের মনে অনেক উৎসাহ বিরাজ করছে, আর করাটাই স্বাভাবিক। আমরা চাই আমদের দামাল টাইগাররা ট্রফি নিয়েই ঘরে ফিরুক।
সেই সাথে মনে রাখতে হবে যে খেলায় একটা দল জিতবে আর অন্য দল হারবে। এটাই নিয়ম। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমাদের উচিত বাংলাদেশের পাশে থেকে T20 World Cup-2016 এর জন্য উৎসাহ দেয়া। আমাদের সামনে অনেক সময় পড়ে আছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। খেলোয়াড়রা আমাদের কাছে থেকে শুধু একটু উৎসাহ আর ইতিবাচক আচরন চায়। আর এই ১৬ কোটি বাঙালি সেটা খেলোয়াড়দের দিয়েছে এবং দিবে।

হার-জিত খেলায় থাকবেই। ভারতকে কোন ভাবেই ছোট দল ভাবা যাবে না। T20 র‍্যাঙ্কিং এ ভারত বর্তমানে প্রথম স্থান দখল করে আছে। তারা তাদের স্বাভাবিক খেলা খেলবেই। গ্যালারিতে বসে যারা খেলা দেখবেন তাদের উচিত বাংলাদেশকে সাপোর্ট দেয়া পাশাপাশি ভারতের উপর কোন প্রকার আক্রমণ না করা। খেলার পাশাপাশি দেশের সন্মানটাও যে জড়িত আছে।

আমি ব্যক্তিগতভাবে,
অনেক বেশি আনন্দিত যে বাংলাদেশকে আবার ফাইনালে দেখতে পেরে। তার থেকেও বেশি খুশি হব যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। হেরে গেলে কষ্ট পাব কিন্তু মেনে নিব যদি বাংলাদেশ তাঁর স্বাভাবিক খেলাটা জাতিকে উপহার দেয়। বাস্তবতাকে স্বীকার করেই বাংলাদেশ দলকে সাপোর্ট দিব।
কিন্তু যদি পাকিস্তানের বিপক্ষে যেভাবে ২০১২ সালের ফাইনালে হেরেছিল সেইভাবে হারলে কিংবা অতিরিক্ত বাজে খেলে হারলে অনেক কষ্ট পাব।

T20 Asia Cup-2016 এ বাংলাদেশ চ্যাম্পিয়ন।
এটাই দেখতে চাই, পৃথিবীকে জানাতে চাই।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

খোলা মনের কথা বলেছেন: সুন্দর ভাবে গুছিয়ে লিখিছেন। টাইগারদের সকলের উৎসহ দরকার। ধন্যবাদ এমন সুন্দর একটা পোষ্ট দেওয়ার জন্য

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

মোঃ আল-আমিন হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, দেশটা সবার, ক্রিকেট টিমটাও সবার।

২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

পার্থসারথি চক্রবর্তী বলেছেন: আরে বাহ, খুব সুন্দর করে সুন্দর কথা লিখেছেন তো। খুব ভাল লাগল আপনার পোষ্টটা পরে। যেহেতু আমি ভারতীয় স্বাভাবিক ভাবেই ভারতকে সমর্থন করব। কিন্তু চাইব যে দল ভাল খেলবে সেই যেন জেতে। সর্বোপরি খেলার জয় হোক। দৃঢ় হোক ভারত বাংলাদেশ সৌভাতৃত্ব।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

মোঃ আল-আমিন হোসেন বলেছেন: ভালো লাগলো একজন ভারতীয় বন্ধুকে খুশি করতে পেরে।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ তার সেরা খেলাটাই খেলুক, এই আশায় করি।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩২

মোঃ আল-আমিন হোসেন বলেছেন: ভাল খেলে হেরে গেলেও ভাল লাগে। :D

৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৩

আলপিন তনু বলেছেন: ১২ সালের মতো আর কাঁদতে চাই না আমরা... ;)

৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৯

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ধরে দিবানি

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

মোঃ আল-আমিন হোসেন বলেছেন: মানে কি?

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

বিজন রয় বলেছেন: অাপনার লেখাটি ভাল হয়েছে। নিরপেক্ষ।

তবে আজকে আমাদের জয় ছাড়া কিছু ভাবছি না।
এগিয়ে চলো টাইগারসসসসসস।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২

আমিই মিসির আলী বলেছেন: পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.