![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!
কেউ না জানুক কে লাগাল
হৃদয় পাড়ায় ধুম,
কে’বা আমার কেড়ে নিলো
চোখের সকল ঘুম ।
বৃষ্টি হয়ে ঝরার পরে
কে মাখিলো গায়ে,
কার কোলেতে মরবো বলে
নোঙ্গর বাঁধা পায়ে।
কার ছোঁয়াতে হলাম আমি
মাতাল অসহায়,
কে’বা আমায় আটকে রাখে
রূপের পিঞ্জিরায় ।
কার প্রদীপে জ্বালিয়ে রাখা
আমার যুবক বেলা,
কার স্রোতেতে ভাসছে আমার
খেয়াঘাটের ভেলা ।
কার ঘুঙুরে নাচে আমার
একলা হওয়ার ভয়,
প্রজাপতির মনে কেন
দুখী হাওয়া বয়।
©somewhere in net ltd.