নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একটি গোলটেবিল আলোচনা - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন?

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৭



আজকের আলোচনার বিষয়বস্তু - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? জাতি ধর্ম বর্ণ, পেশা, ব্যবহার, সামাজিকতা তথা সার্বিকভাবে পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন। ব্লগে পাকিস্তান বিরোধী লোক আছেন। ব্লগে ভারত বিরোধী লোক আছেন। আবার ব্লগে পাকিস্তান প্রেমী আছেন, ভারত প্রেমী আছেন। সমস্যা হচ্ছে ব্লগে প্রবাসী বিশেষ করে আরব দেশে কর্মরত বেশ কয়েকজন ব্লগার থাকার কথা। তারা ব্লগে কখনও লিখেছেন বলে মনে পড়ছে না -

১। ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে ভারতের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?
২। পাকিস্তানের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে পাকিস্তানের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?

প্রবাসী বাংলাদেশি যদি ব্লগে তাদের নিজ নিজ বাস্তব অভিজ্ঞতা লিখতেন, তাহলে ব্লগে দিনের পর দিন ভারত পাকিস্তান নিয়ে যে কলহ! তা হয়তো কিছুটা হলেও কমে আসার কথা ছিলো।




বিশেষ দ্রষ্টব্য: -
বাজার সাজার করার সময় যদি বিক্রেতা ক্রেতাকে একবার বলেন “আমার ক্রয় মূল্য ৩০ টাকা! তাহলে আর দর-দাম করার ব্যবস্থা থাকে না, কথা বলারও কোনো ব্যবস্থা থাকে না, থাকা উচিতও না। অর্থাৎ ক্রেতা ৪০ টাকা দিয়ে পণ্য ক্রয় করবেন, অথবা অন্যত্র যাবেন। ঠিক তেমনই ব্লগে কিছু উল্লেখযোগ্য মন্তব্য আছে: -

১। গঠনমূলক মন্তব্য করুন - অর্থাৎ আমি যা বলেছি তা মেনে নিন। (এটি একটি ভুল চিন্তা)

২। প্রাসঙ্গিক মন্তব্য করুন - (এটিও একটি ভুল চিন্তা) যে কোনো আলোচনায় প্রসঙ্গের বাইরে দূর দূর থেকে উদাহরণ হতে পারে। তাই প্রাসঙ্গিক মন্তব্য হতে হবে এটি জরুরী না।

আর তাই গোলটেবিল আলোচনার জন্য বহু পুরাতন ছবি বেছে নিয়েছি। যে যেমন ইচ্ছে মন্তব্য করতে পারেন, শুধু গালাগালী বাদ দিয়ে। বাদবাকি প্রয়োজনে আমি জাদিদ সাহেব থেকে স্পেশাল পারমিশান নিয়ে নিবো। কথা দিচ্ছি, ক্রস লাইন না হলে কেউ ব্যান ফ্যান হবেন না।

আশা করছি এখন থেকে প্রতি মাসে সমসাময়িক বিষয়ে একটি গোল টেবিল আলোচনার ব্যবস্থা করতে পারবো। আজকের গোলটেবিল আলোচনার শির্ষক বিষয়: - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন?


ছবি সূত্র: Dives and Lazarus - 1680







মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি ভারতীয়দের সাথে আমেরিকান কর্পোরেশনে কাজ করেছি: ওরা কাজের বেলায় প্রফেশানেল, আচরণে কিছু সমস্যা আছে: পাকিস্তানী ও বাংগালীদের থেকে দুরত্ব বজায় রাখে; ওদের সাথে বন্ধুত্ব করা সম্ভব নয়।

পাকিস্তানীরা কাজের বেলায় প্রফেশাল নয়, ব্যবসায়ী হিসেবে প্রতারক; আমি ওদের এড়িয়ে চলি। আমি পাকিস্তানী কোন ডাক্তারকে বিশ্বাস করি না; আমার চোখের ডাক্তার আমেরিকায় জন্ম নেয়া ভারতীয় মেয়ে, খুবই প্রফেসানেল ও সৎ।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি কি কখনও লক্ষ্য করেছেন প্রবাসে পাকিস্তানি কর্মী লোকজনের সাখে বাংলাদেশি কর্মীদের সম্পর্ক কেমন?

২| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের নাগরিক মেহমানকে বলে, খেয়ে এসেছেন, নাকি যেয়ে খাবেন? পাকিস্তানের নাগরিকও এমন বলে কিনা সেটা জানা যায়নি।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কলিকাতায় আপনাকে কেউ একজন বলেছেন - খেয়ে এসেছেন, নাকি যেয়ে খাবেন?



৩| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:


লেখক বলেছেন:
আপনি কি কখনও লক্ষ্য করেছেন প্রবাসে পাকিস্তানি কর্মী লোকজনের সাখে বাংলাদেশি কর্মীদের সম্পর্ক কেমন?

উত্তর: পাকীরা প্রভু, বাংগালীরা চাকর।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



পাকীরা প্রভু, বাংগালীরা চাকর। - এই বিষয়টি আমাদের সামহোয়্যারইন ব্লগের লেখক, পাঠক ও মন্তব্যকারীগণ জানেন, বুঝেন?

৪| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: আমরা গালাগলি, আর আত্নতুষ্টিতে সবার চেয়ে এগিয়ে। আমরা সারাদিন ভারত-পাকিস্তানকে গালাগলি করলেও বাস্তবতা হচ্ছে যে কোন প‌্যারামিটারেই ভারত-পাকিস্তানের চেয়ে আমরা যোজন যোজন পিছিয়ে। খেলাধূলা বলেন আর অর্থনীতি বলেন- শিক্ষা, দক্ষতা, জ্ঞান, বিজ্ঞান ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি সবকিছুতেই বাংলাদেশ ভরত-পাকিস্তানের ধারে কাছে নেই।

আপনি জানতে চেয়েছেন- পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? - এটা আসলে ঠিকভাবে বলা সম্ভব নয় কারণ কারো কাছে হয়তো ভারতের নাগরিক ভালো আবার কারো কারো কাছে হয়তো পকিস্তানের, আসলে ভালো মন্দ সব দেশেই আছে। দুই একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে ওই দেশের লোক ভালো বা সেই দেশের লোক খারাপ এমনটা বলা ঠিক হবে না, কারণ Generalizations are false.

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি কিছুটা ব্যাখ্যা দিতে চেষ্টা করছি। চট্টগ্রামে যখন আপনার সাথে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন লালখান বাজারের লোক ভালো। চট্টগ্রামের বাইরে যখন আপনার সাথে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন চট্টগ্রামের লোক ভালো। বাংলাদেশের বাইরে যখন আপনার সাখে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন বাংলাদেশের লোক ভালো। অর্থাৎ আমি রিপ্রেজেন্ট করছি আমাকে, আমার গ্রামকে, আমার সমাজকে, আমার ডিভিশনকে, আমার দেশকে। একে যদি কোনোভাবে জেনারেলাইজেশন বলা হয়, তাহলে আমি ও আমাদের দোষ গুণ গোপন করা হবে। ধামাচাপা দেওয়া হবে।


আপনার ধারণা ভুল হতে পারে মানুষ ভুলের ঊর্ধ্বে না। আপনার কাছে আপনার পরিসংখ্যানই আপনার মতামত। এবং এটি কোনোভাবে জেনারেলাইজেশন না। আমার দ্বারা আপনার ক্ষতি হওয়ার পর যদি আপনি বলেন - লালখান বাজারের লোক খারাপ, চট্টগ্রামের লোক খারাপ, বাংলাদেশের লোক খারাপ - এটি কোনোভাবেই জেনারেলাইজেশন না। ভালো মন্দ সব জায়গাতেই আছে বলা অর্থ পাশ কাটিয়ে যাওয়া।

যে কোন প্যারামিটারেই ভারত-পাকিস্তানের চেয়ে আমরা যোজন যোজন পিছিয়ে। খেলাধূলা বলেন আর অর্থনীতি বলেন- শিক্ষা, দক্ষতা, জ্ঞান, বিজ্ঞান ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি সবকিছুতেই বাংলাদেশ ভরত-পাকিস্তানের ধারে কাছে নেই। - শতভাগ সত্যি। শত শতভাগ সত্যি কথা।


৫| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৪

সুলাইমান হোসেন বলেছেন: ভালো মন্দ সবজায়গাই আছে

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো মন্দ সব জায়গাতেই আছে বলা অর্থ পাশ কাটিয়ে যাওয়া। এই কথা বলার সুযোগ নেই। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই বিষয়ে আপনি জানেন না। আর না জানা কোনো অপরাধ না।

৬| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৫

এইচ এন নার্গিস বলেছেন: আমার চোখে দেখা ভারতীয়, পাকিস্তানী এবং বাংলাদেশী দের আচরণে এক রকম। পরবাসে প্রথম জেনেরেসন একরকম । পরবর্তি (নেক্সট) জেনারেশন তাদের নিজেদের কে "এশিয়ান" এই পরিচয়ে ফ্রেন্ড হয়। ভারতীয় পরবাসে গুজরাটি ,পাঙ্গাবি এই দুই স্থান থেকে আসা মানুষ বেশি । তারা খুব বেশি ট্র্যাডিশনাল । নিজেদের মধ্যে ছাড়া বিয়ে করে না। গুজরাটি দের মধ্যে আবার "কাস্ট" খুব বেশি মেনে চলা হয়। শুধু গুজরাটি হলেই হবে না তাদের বিয়ে তে কাস্ট এক হতে হবে। গুজরাটি নারী প্রথম জেনারেশন একেবারে পুরানো চিন্তা ধারার । তারা শাশুড়ি হিসেবে ছেলের বউ কে নিচু করে দেখে । জেন্ডার ইকুইলিটি মোটেও মানে না। বেশির ভাগ মানুষ গ্রাম থেকে আসা । নিজেদের কালচার আঁকড়ে ধরে রাখে। কি গুজরাটি কি পাকিস্তানী কি বাংলাদেশী উপর উপর হ্যালো হ্যালো হয় ,কিন্তু সামাজিকতা হয় না। সব সময় নিজেরা নিজেদের কে সেরা মনে করে।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



নিজেকে নিজে সেরা বললে বা অধিকাংশ লোকে সেরা বললেই কেউ সেরা হয় না। আমাদের দেশে অনেক ফেসবুকার আছে, ইউটিউবার আছে তাদের ফলোয়ার দেখে মনে হতে পারে সেরা লোক! আসলে যে যেমন তার ফলোয়ারও তেমন।

৭| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৫১

বাজ ৩ বলেছেন: আমাদের সামু ব্লগে পাকি প্রেমিদেরকে পাকি বিচি আর ইন্ডিয়ান প্রেমিদেরকে ই্ডিয়ান বিচি বলা হয়।এগুলো বলা কি ঠিক?

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাষা মানুষের অনেক অনেক পরিচয় বহন করে। উদাহরণ: পিনাকির ভাষা পিনাকির মন মানসিকতার পরিচয় দেয়।


৮| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনার প্রতি উত্তর ভালো হয়েছে।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি আশা করছি এখন থেকে প্রতি মাসে একটি গোলটেবিল আলোচনার ব্যবস্থা করবো। যার যা মনে আসে বলুক। শুধু গালাগালি যেনো না হয় তা আমি লক্ষ্য রাখবো। আপনি আলোচনায় অংশ নিবেন এই প্রত্যাশা করছি।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৯| ২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৬

খাঁজা বাবা বলেছেন: ভারতীয়রা প্রচন্ড রেসিষ্ট। এরা নিজেদের পৃথিবীর সেরা, সবচেয়ে শক্তিশালী জাতী মনে করে।

বিদেশে ভারতীয়রা নিজেদের দেশের পন্য বা ভারতী দোকান থেকে পন্য কেনে।
১০ কিলোমিটার দূরে গিয়ে হলেও ভারতীয় রেষ্টুরেন্টে খাবা খায়।
কর্মক্ষেত্রে এরা ভারতীয়দেরই প্রাধান্য দেয়। অন্য কাউকে সুযোগ দিতে চায় না।

২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভারতীয়রা কাউকে সুযোগ দেয় না। আসলে মূল কথা কেউ কোউকে সুযোগ দেয় না। সুযোগ করে নিতে হয় - হয় যোগ্যতায় অথবা তৈল দিয়ে। সমগ্র বিশ্বে ভারত কিভাবে সুযোগ করে নিয়েছে?

১০| ২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৩

অগ্নিবাবা বলেছেন: খাজা বাবা কয়েচেন ভারতীয়রা প্রচন্ড রেসিষ্ট। খাঁজা বাবা এই কথা কয়ে প্রমান করেচেন তিনি নিজেই হলেন একটা খাঁজকাঁটা রেসিস্ট।

২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের এখন করণীয় কি? সমগ্র বিশ্বে ভারতীয়রা যেইভাবে এগিয়ে গিয়েছে, আমরা কেনো পারিনি, আমরা কেনো পাকিস্তান আর ভারত নিয়ে পড়ে আছি অন্ধকারে?

১১| ২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৬

শোভন শামস বলেছেন: আমরা ভারত বা পাকিস্তানী হতে চাইনা।
আমাদের পরিচয়ে আমরা এগিয়ে যেতে চাই।
সব জায়গাতে ভাল খারাপ আছে
আমরা যেন আমাদের চলমান দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে পারি

২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



পাকিস্তান আমাদের প্রতিবেশি দেশ না। আমাদের প্রতিবোশি দেশ ভারত ও বার্মা। সমগ্র বিশ্বে ভারত যেইভাবে এগিয়ে গিয়েছে, আমরা কেনো পারিনি? আমাদের মূল সমস্যা কোথায়?

১২| ২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: উত্তরাতে থাকাকালে দেখেছি এক ভারতীয় যুবক একা রুম নিয়ে একাই থাকে। কারো সাথে হায় হ্যালো করেনা। কেউ যেচে কথা বলতে গেলে সে রুমের দরজা অর্ধেকের কম খুলে ব্যস্ততার ভান করে লক করে দেয়।

পাকিস্তানিদের সাথে সরাসরি কাজ করা হয়নি। তবে তাবলিগে গিয়ে তাদের ব্যবহার দেখে মনে হবার উপায় নেই তাদের পূর্বপুরুষ বাঙালি গণহত্যার কারিগর। আর মুখের ভাষাতো যেন মধু ঝড়ে-তোহারা ওয়াতান হামারা দ্বীল কা টুকরা।

তাই সরাসরি কাজ না করলে বুঝা যাবে না আসলে তারা কেমন। প্রবাসীদের থেকে শুনতে পাই তারা বাংলাদেশীদের তেমন পছন্দ করেনা।

২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রবাসীদের থেকে শুনতে পাই তারা বাংলাদেশীদের তেমন পছন্দ করেনা। - এটিই সঠিক। আপনার পরিচিত বা আত্মীয় পরিজন যারা আরব দেশে কর্মরত আছেন তাদের কাছে বাস্তবতা জেনে নিবেন।

১৩| ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: অতি সহজ বিষয়। কিন্তু এর উত্তর দেওয়া অনেক কঠিন।
ভারত এবং পাকিস্তানে ভালো লোক আছে, মন্দ লোকও আছে।
তবে পাকিস্তানীদের চেয়ে ভারতীয়রা বেশি ভালো।

কলকাতার লোকজন কৃপণ নয়। তাদের কেনাকাটা দেখলে এখন অবাক হয়ে যেতে হয়। হ্যা কিছু দরিদ্র মানুষ আছে। তাদের হিসাব করে চলতে হয়।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



দরিদ্র আর কৃপণ মানুষ এক নন। কলিকাতার লোকজন কৃপণ কিনা আমার জানা নেই। আমাদের ব্লগে কলিকাতার দুই একজন আছেন তাদের লেখা পড়ে কলিকাতা বিশ্লেষণ করা কঠিন। ঠিক কেমনই কলিকাতা দেখে ভারত বিশ্লেষণ করা কঠিন।

১৪| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯

নতুন বলেছেন: ভালো মন্দ সব খানেই আছে।

তবে ভারতের বিভিন্ন এলাকার মানুষও বিভিন্ন রকমের। তবে গোয়া, মেঙ্গেলোর, পশ্চিমবঙ্গ, উত্তরের হিমাচল, আসামের মানে সাগড় পাড়ের মানুষেরা , পাড়াহীরা মানুষেরা বেশ ভালো।

কিন্তু দক্ষিন ভারতের কিছু রাজ্যের মানুষ আমাদের ব্রাক্ষনবাড়ীয়ার মতন। বেশ কুটিল,

পাকিদের মাঝে অনেকেই সম্ভবত গোড়ায় টাইপের। বেশ তেড়া। কয়েকজন পেয়েছি ব্যাতিক্রম।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



পাকিস্তানি আর ভারতীয়াদের সাথে কাজ করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা বাংলাদেশি প্রবাসী যারা আরব দেশে আছেন। এছাড়া অন্যান্য দেশে যারা আছেন তারা এতো এতো ভারতীয়া ও পাকিস্তানি একই প্রতিষ্ঠানে পাবেন না। সম্ভব না।

আপনার প্রফেশনে আরব বিশ্বে হসপিটালিটিতে বাংলাদেশি কতোজন পেশা জীবনে ভালো করতে পেরেছেন, তেমন মনে করার মতো দেখিনি, তবে ভারতীয়, পাকিস্তানি ও শ্রীলংকান এরা ভালো পজিশনে আছেন। হায়াত, রোতানা, শেরাটন, ফোরপয়েন্ট, ওয়েস্টিন, রিটজ কার্লটন, ম্যারিয়ট, ইন্টারকন, রেডিসন, মেরিডিয়ান, সোফিটেল, সহ অন্যান্য ফাইভস্টার হোটেলে চিফ পজিশনে পাকিস্তানি ও ভারতীয় নাগরিক অনেক। আরব বিশ্বে ব্যবসাক্ষেত্রেও পাকিস্তানি ও ভারতীয় বেশ ভালো অবস্থানে আছেন।

কুটিল সভাব হচ্ছে যারা নিজে না জড়িয়ে একে অন্যের দ্বারা বিবাদ করাতে পারঙ্গম। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন একে অন্যের দ্বারা বিবাদ করাতে পারে না। তারা নিজেরাই বিবাদে জড়িয়ে পড়ে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরের লোকজন আদম ব্যবসা করে প্রবাসে বেশ বদনাম কুড়িয়েছে।

কমনলি কলিকাতা পশ্চিম বঙ্গের লোকজন বাদে সমগ্র ভারতের লোকজন আলাদা। পাহাড়ি মানুষ সমগ্র বিশ্বে ভালো মানুষ। বিশ্বের সকল দেশের ট্রাইবাল জনগোষ্ঠীকে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি।

১৫| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি আমার ২৫বছর প্রবাস জীবনে যাদের দেখেছি যদিও ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ভিন্না আচার আরচণ হবে এটাই স্বাভাবিক। একজন সবার কাছে ভালো হতে পারেনা। পাকিস্তানের অনেক উচ্চু পর্যায়ের লোকের সাথে মিশতে সক্ষম হয়েছি আবার ইন্ডিয়ারও। কেননা সাউদী আরবে ইন্ডিয়ার এমন কোন প্রদেশের লোক নেই যে কাজ করে না। তেমন করে পাকিস্তানিরাও আর আমরাতো সংখ্যায় অনেক। আমি দোকানদার দোকানে যে আসে সে প্রয়োজনে আসে তার সবোর্চ্চ দিয়ে নিজে সার্ভিস পাওয়ার চেষ্টা করে থাকে। আমিও আমারটা আদায়ে ব্যাস্ত থাকি। সামাজিক ভাবে উন্নত পাকিস্তানিরাই কেননা ওদের ভাতিত্ব বন্ধন একটু উচ্চু লেভেলের।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



২৫ বছর - দুই যুগ, অনেক সময় প্রবাসে আছেন। পাকিস্তানি আর ভারতীয়াদের সাথে কাজ করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা বাংলাদেশি প্রবাসী যারা আরব দেশে আছেন। এছাড়া অন্যান্য দেশে যারা আছেন তারা এতো এতো ভারতীয়া ও পাকিস্তানি একই প্রতিষ্ঠানে পাবেন না। সম্ভব না।

সাউদি আরবে আরামকো ও আরামকোর সহযোগী প্রতিষ্ঠানে যেই পরিমাণ ভারতীয় ‍ও্ পাকিস্তানি চিফ পজিশনে আছে বাংলাদেশি হয়তো কখনও এমন পজিশনে যেতে পারবেন না।

ভারতীয় ও পাকিস্তানি প্রবাসে তাদের যে ধরনের টিম ওয়ার্ক তা হয়তো কথনও বাংলাদেশির পক্ষে সম্ভব হবে না।

১৬| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাস্তব অভিজ্ঞতা নেই। তবে যদ্দুর ধারণা করি ভারতীয় ও পাকিস্তানিরা বাংলাদেশিদের পছন্দ করে না। বাংলাদেশিদের বিরাট দুটি অংশ ভারত-পাকিস্তানকে পছন্দ করে। ভারতীয়রা পেশাদার তবে স্বার্থপর। পাকিস্তানিরা ভণ্ড। আর বাংলাদেশিরা বাটপার।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকলেও আপনার বিচার বিশ্লেষণ প্রায় ১০০ ভাগ সঠিক। বাংলাদেশিরা সমগ্র বিশ্বে প্রবাস জীবনে আদম ব্যবসা সহ নানা প্রকার বাটপারি চিটারি করে অনেক বদনাম তৈরি করেছে, যা মুছে ফেলা কঠিন।

১৭| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রবাসে ভারতীয়দের সাথে কাজের অভিজ্ঞতা ভালো নয়, তাই ওদের এড়িয়ে চলি। সৌভাগ্য যে ওদের ছায়া খুব বেশী মাড়াতে হয় নি। বিশ্ববিদ্যালয় জীবনের ক'জন ভারতীয়দের সাথে সখ্যতা থাকলেও প্রগাঢ় কোন বন্ধুত্ব হয় নি। পাকিদের আমি মূলত এড়িয়ে চলি। এদের সাথে কখনো সখ্যতা গড়িনি, বন্ধুত্ব অনেক দূরের ব্যাপার। দু'একজনকে ভালো মনে হলেও মোটাদাগে এড়িয়ে গিয়েছি কোন সম্পর্ক গড়া থেকে। প্রফেশনাল জীবনে আমি এদের দেখা পাই নি। সে তুলনায়, নেপালি ও ভুটানের লোকজন বেশ আন্তরিক বলে মনে হয়েছে। প্রবাসে আমার দু'একজন খুব ভালো বাংলাদেশী বন্ধু আছে তবে এছাড়া আমার মূলত কোন বাঙালী বন্ধু নেই। ইহুদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুবাদে বেশ কিছু ইহুদি বন্ধু রয়েছে, দু'চারজনতো আইডিএফ থেকে আসা। তবে ওরা বেশ প্রফেশনাল। গ্রীক ও চাইনিজ কিছু ভালো বন্ধু আজও আছে। ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশের জামাত শিবির আর ইহুদিদের আচরণ প্রায় একই প্রকার। এরা মানুষকে ইউজ করতে জানে। বিদেশে যারা পড়ালেখা করতে যান বিশেষ করে ভারতীয় এরা নিজেদের বন্ডের বাইরে বন্ধুত্ব খুব কমই করে।

প্রবাসে বাংলাদেশির ক্ষতি করার জন্য নিজ দেশ বাংলাদেশি যথেষ্ট। পশ্চিমা দেশে দেখেছি বাংলাদেশি নিজেরা নিজেরাই অনেক শ্রেণিবৈষম্য করে রেখেছে।

আপনাকেও ধন্যবাদ।

১৮| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.