![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আজকের আলোচনার বিষয়বস্তু - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? জাতি ধর্ম বর্ণ, পেশা, ব্যবহার, সামাজিকতা তথা সার্বিকভাবে পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন। ব্লগে পাকিস্তান বিরোধী লোক আছেন। ব্লগে ভারত বিরোধী লোক আছেন। আবার ব্লগে পাকিস্তান প্রেমী আছেন, ভারত প্রেমী আছেন। সমস্যা হচ্ছে ব্লগে প্রবাসী বিশেষ করে আরব দেশে কর্মরত বেশ কয়েকজন ব্লগার থাকার কথা। তারা ব্লগে কখনও লিখেছেন বলে মনে পড়ছে না -
১। ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে ভারতের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?
২। পাকিস্তানের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে পাকিস্তানের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?
প্রবাসী বাংলাদেশি যদি ব্লগে তাদের নিজ নিজ বাস্তব অভিজ্ঞতা লিখতেন, তাহলে ব্লগে দিনের পর দিন ভারত পাকিস্তান নিয়ে যে কলহ! তা হয়তো কিছুটা হলেও কমে আসার কথা ছিলো।
বিশেষ দ্রষ্টব্য: -
বাজার সাজার করার সময় যদি বিক্রেতা ক্রেতাকে একবার বলেন “আমার ক্রয় মূল্য ৩০ টাকা! তাহলে আর দর-দাম করার ব্যবস্থা থাকে না, কথা বলারও কোনো ব্যবস্থা থাকে না, থাকা উচিতও না। অর্থাৎ ক্রেতা ৪০ টাকা দিয়ে পণ্য ক্রয় করবেন, অথবা অন্যত্র যাবেন। ঠিক তেমনই ব্লগে কিছু উল্লেখযোগ্য মন্তব্য আছে: -
১। গঠনমূলক মন্তব্য করুন - অর্থাৎ আমি যা বলেছি তা মেনে নিন। (এটি একটি ভুল চিন্তা)
২। প্রাসঙ্গিক মন্তব্য করুন - (এটিও একটি ভুল চিন্তা) যে কোনো আলোচনায় প্রসঙ্গের বাইরে দূর দূর থেকে উদাহরণ হতে পারে। তাই প্রাসঙ্গিক মন্তব্য হতে হবে এটি জরুরী না।
আর তাই গোলটেবিল আলোচনার জন্য বহু পুরাতন ছবি বেছে নিয়েছি। যে যেমন ইচ্ছে মন্তব্য করতে পারেন, শুধু গালাগালী বাদ দিয়ে। বাদবাকি প্রয়োজনে আমি জাদিদ সাহেব থেকে স্পেশাল পারমিশান নিয়ে নিবো। কথা দিচ্ছি, ক্রস লাইন না হলে কেউ ব্যান ফ্যান হবেন না।
আশা করছি এখন থেকে প্রতি মাসে সমসাময়িক বিষয়ে একটি গোল টেবিল আলোচনার ব্যবস্থা করতে পারবো। আজকের গোলটেবিল আলোচনার শির্ষক বিষয়: - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন?
ছবি সূত্র: Dives and Lazarus - 1680
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি কি কখনও লক্ষ্য করেছেন প্রবাসে পাকিস্তানি কর্মী লোকজনের সাখে বাংলাদেশি কর্মীদের সম্পর্ক কেমন?
২| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের নাগরিক মেহমানকে বলে, খেয়ে এসেছেন, নাকি যেয়ে খাবেন? পাকিস্তানের নাগরিকও এমন বলে কিনা সেটা জানা যায়নি।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
কলিকাতায় আপনাকে কেউ একজন বলেছেন - খেয়ে এসেছেন, নাকি যেয়ে খাবেন?
৩| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
লেখক বলেছেন:
আপনি কি কখনও লক্ষ্য করেছেন প্রবাসে পাকিস্তানি কর্মী লোকজনের সাখে বাংলাদেশি কর্মীদের সম্পর্ক কেমন?
উত্তর: পাকীরা প্রভু, বাংগালীরা চাকর।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
পাকীরা প্রভু, বাংগালীরা চাকর। - এই বিষয়টি আমাদের সামহোয়্যারইন ব্লগের লেখক, পাঠক ও মন্তব্যকারীগণ জানেন, বুঝেন?
৪| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আমরা গালাগলি, আর আত্নতুষ্টিতে সবার চেয়ে এগিয়ে। আমরা সারাদিন ভারত-পাকিস্তানকে গালাগলি করলেও বাস্তবতা হচ্ছে যে কোন প্যারামিটারেই ভারত-পাকিস্তানের চেয়ে আমরা যোজন যোজন পিছিয়ে। খেলাধূলা বলেন আর অর্থনীতি বলেন- শিক্ষা, দক্ষতা, জ্ঞান, বিজ্ঞান ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি সবকিছুতেই বাংলাদেশ ভরত-পাকিস্তানের ধারে কাছে নেই।
আপনি জানতে চেয়েছেন- পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? - এটা আসলে ঠিকভাবে বলা সম্ভব নয় কারণ কারো কাছে হয়তো ভারতের নাগরিক ভালো আবার কারো কারো কাছে হয়তো পকিস্তানের, আসলে ভালো মন্দ সব দেশেই আছে। দুই একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে ওই দেশের লোক ভালো বা সেই দেশের লোক খারাপ এমনটা বলা ঠিক হবে না, কারণ Generalizations are false.
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি কিছুটা ব্যাখ্যা দিতে চেষ্টা করছি। চট্টগ্রামে যখন আপনার সাথে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন লালখান বাজারের লোক ভালো। চট্টগ্রামের বাইরে যখন আপনার সাথে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন চট্টগ্রামের লোক ভালো। বাংলাদেশের বাইরে যখন আপনার সাখে আমার কথা হবে পরিচয় হবে - আপনি বলবেন বাংলাদেশের লোক ভালো। অর্থাৎ আমি রিপ্রেজেন্ট করছি আমাকে, আমার গ্রামকে, আমার সমাজকে, আমার ডিভিশনকে, আমার দেশকে। একে যদি কোনোভাবে জেনারেলাইজেশন বলা হয়, তাহলে আমি ও আমাদের দোষ গুণ গোপন করা হবে। ধামাচাপা দেওয়া হবে।
আপনার ধারণা ভুল হতে পারে মানুষ ভুলের ঊর্ধ্বে না। আপনার কাছে আপনার পরিসংখ্যানই আপনার মতামত। এবং এটি কোনোভাবে জেনারেলাইজেশন না। আমার দ্বারা আপনার ক্ষতি হওয়ার পর যদি আপনি বলেন - লালখান বাজারের লোক খারাপ, চট্টগ্রামের লোক খারাপ, বাংলাদেশের লোক খারাপ - এটি কোনোভাবেই জেনারেলাইজেশন না। ভালো মন্দ সব জায়গাতেই আছে বলা অর্থ পাশ কাটিয়ে যাওয়া।
যে কোন প্যারামিটারেই ভারত-পাকিস্তানের চেয়ে আমরা যোজন যোজন পিছিয়ে। খেলাধূলা বলেন আর অর্থনীতি বলেন- শিক্ষা, দক্ষতা, জ্ঞান, বিজ্ঞান ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি সবকিছুতেই বাংলাদেশ ভরত-পাকিস্তানের ধারে কাছে নেই। - শতভাগ সত্যি। শত শতভাগ সত্যি কথা।
৫| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: ভালো মন্দ সবজায়গাই আছে
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো মন্দ সব জায়গাতেই আছে বলা অর্থ পাশ কাটিয়ে যাওয়া। এই কথা বলার সুযোগ নেই। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই বিষয়ে আপনি জানেন না। আর না জানা কোনো অপরাধ না।
৬| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৫
এইচ এন নার্গিস বলেছেন: আমার চোখে দেখা ভারতীয়, পাকিস্তানী এবং বাংলাদেশী দের আচরণে এক রকম। পরবাসে প্রথম জেনেরেসন একরকম । পরবর্তি (নেক্সট) জেনারেশন তাদের নিজেদের কে "এশিয়ান" এই পরিচয়ে ফ্রেন্ড হয়। ভারতীয় পরবাসে গুজরাটি ,পাঙ্গাবি এই দুই স্থান থেকে আসা মানুষ বেশি । তারা খুব বেশি ট্র্যাডিশনাল । নিজেদের মধ্যে ছাড়া বিয়ে করে না। গুজরাটি দের মধ্যে আবার "কাস্ট" খুব বেশি মেনে চলা হয়। শুধু গুজরাটি হলেই হবে না তাদের বিয়ে তে কাস্ট এক হতে হবে। গুজরাটি নারী প্রথম জেনারেশন একেবারে পুরানো চিন্তা ধারার । তারা শাশুড়ি হিসেবে ছেলের বউ কে নিচু করে দেখে । জেন্ডার ইকুইলিটি মোটেও মানে না। বেশির ভাগ মানুষ গ্রাম থেকে আসা । নিজেদের কালচার আঁকড়ে ধরে রাখে। কি গুজরাটি কি পাকিস্তানী কি বাংলাদেশী উপর উপর হ্যালো হ্যালো হয় ,কিন্তু সামাজিকতা হয় না। সব সময় নিজেরা নিজেদের কে সেরা মনে করে।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
নিজেকে নিজে সেরা বললে বা অধিকাংশ লোকে সেরা বললেই কেউ সেরা হয় না। আমাদের দেশে অনেক ফেসবুকার আছে, ইউটিউবার আছে তাদের ফলোয়ার দেখে মনে হতে পারে সেরা লোক! আসলে যে যেমন তার ফলোয়ারও তেমন।
৭| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৫১
বাজ ৩ বলেছেন: আমাদের সামু ব্লগে পাকি প্রেমিদেরকে পাকি বিচি আর ইন্ডিয়ান প্রেমিদেরকে ই্ডিয়ান বিচি বলা হয়।এগুলো বলা কি ঠিক?
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাষা মানুষের অনেক অনেক পরিচয় বহন করে। উদাহরণ: পিনাকির ভাষা পিনাকির মন মানসিকতার পরিচয় দেয়।
৮| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: আপনার প্রতি উত্তর ভালো হয়েছে।
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আশা করছি এখন থেকে প্রতি মাসে একটি গোলটেবিল আলোচনার ব্যবস্থা করবো। যার যা মনে আসে বলুক। শুধু গালাগালি যেনো না হয় তা আমি লক্ষ্য রাখবো। আপনি আলোচনায় অংশ নিবেন এই প্রত্যাশা করছি।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি ভারতীয়দের সাথে আমেরিকান কর্পোরেশনে কাজ করেছি: ওরা কাজের বেলায় প্রফেশানেল, আচরণে কিছু সমস্যা আছে: পাকিস্তানী ও বাংগালীদের থেকে দুরত্ব বজায় রাখে; ওদের সাথে বন্ধুত্ব করা সম্ভব নয়।
পাকিস্তানীরা কাজের বেলায় প্রফেশাল নয়, ব্যবসায়ী হিসেবে প্রতারক; আমি ওদের এড়িয়ে চলি। আমি পাকিস্তানী কোন ডাক্তারকে বিশ্বাস করি না; আমার চোখের ডাক্তার আমেরিকায় জন্ম নেয়া ভারতীয় মেয়ে, খুবই প্রফেসানেল ও সৎ।