নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের পাতায় যে শিশির জমে এই শিশির আমার খুব চেনাজানা আমার চোখের পাতায়ও ছিল কিছুদিন।

fপ্রত্যহ আমি তীর ছুড়ে মারি তীরন্দাজ হওয়ার আশায়, ওপাশ থেকে বার্তা আসে আগে অন্ধ হও।

AlaminMeh

বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!

AlaminMeh › বিস্তারিত পোস্টঃ

" চুমু যে আর চাচ্ছি না "

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

১.

তোমায় নিয়ে ভাবনা আমার

যত শত যাতনা

চুমুর উপরে এবার

কিছু একটা হোক না !

২.

কত নেতা-কেতা মিলে

করলো হরিলুট

আমার বেলায় তুমি শুধু

চুপ রে চুপ রে চুপ !...

৩.

সেতু হলো সেতু গেলো

কত শত কথা হলো

কত জনে উপরে উঠলো

আমার বেলায় তুমি শুধু আহা-উঁহু কেন করো !

৪.

তোমার লাল ঠোঁটের চুমুর জন্য

হাজার কোটি খানেক টাকার অস্ত্র এলো

আর আমার চাকরির বায়োডাটা-খানি

বাতিল ফাইলে চলে গেলো !

৫.

তোমার বাঁক-নেওয়া কোমর যখন

দেখে পাড়ার মাস্তান-টোকাইয়ে

তুমি তখন বাকা ঠোঁটে হাসি মারো টেনে -

শুধু আমার বেলায় অসভ্য-ইতর গালি ছুড়ে দেও কেমনে !

৬.

থাকবো না আর এই ভবে

যাবো অচিন দেশে

তোমার কাছে পাওনা চুমুর খাতাখানি

খুলবো রোজ কেয়ামতে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.