নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের পাতায় যে শিশির জমে এই শিশির আমার খুব চেনাজানা আমার চোখের পাতায়ও ছিল কিছুদিন।

fপ্রত্যহ আমি তীর ছুড়ে মারি তীরন্দাজ হওয়ার আশায়, ওপাশ থেকে বার্তা আসে আগে অন্ধ হও।

AlaminMeh

বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!

AlaminMeh › বিস্তারিত পোস্টঃ

" সত্যের জাগরণ "

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

আমি চাই আমার স্বাধীনতা

আমি চাই আমার প্রেম

আমি চাই আমার খেলা ।



আমি চাই না তোমার মিথ্যা

আমি চাই না তোমার কুটিল হাসি

আমি চাই না তোমার নিরীশ্বর হৃদয় ।



আমি শত পৃথিবীর ভার

এই বুকে বেঁধে

দাঁড়িয়েছি সত্যের মুখোমুখি

দেখেছি আনাহারি মুখ

দেখেছি হাজারো রেখায় অঙ্কিত

বৃদ্ধা নারীর জড়ানো চামড়ার বুক ।



আর তাঁর ক্ষুরধার ক্ষুধিত চোখের

বিবর্ণ আভায় ছিটকে এসেছি ।

তবু বারবার গিয়েছি

গিয়েছি সত্য জানতে

মিথ্যার বলয় কাটাতে ।



তোমার রাঙ্গা-গোলাপি পেলব ঠোঁটের

লিপিস্টিক ছোয়ানো চুমু চাই না

চাই পরজীবী করে রাখা

মানুষ গুলোর স্বাধীনতা ।



রাস্তা কাটা টুপরি বোঝাই মাটি

মাথার উপরে নিয়ে বয়ে চলা

ষাটোর্ধ বৃদ্ধের ব্যাথায় কুঁকড়ানো মুখ

আর দেখতে চাই না ।



জীবনকে ক্ষুদ্র মনে করে

অর্জিত স্বাধীনতার পুণ্যভূমি

আমাকে দিয়েছে যে

তাঁর সাথে জুড়ে দেওয়া মিথ্যার বাঁধন

আর দেখতে চাই না ।

সত্য কি তা আজ জানতে চাই ।



সত্য সন্ধানে গিয়েছি রবীন্দ্রনাথের কাছে

গিয়েছি নজরুলের কাছে

গিয়েছি লক্ষ্মী পেঁচা ডাকা কোনো এক রাতে

জীবনান্দের কাছে ।



গিয়েছি সংগ্রামী আলোয় দীপ্ত একাত্তরের কাছে;

অবশেষ মেটো পথ ধরে

গিয়েছি নকশী কাথার মাঠে ।

আমি আমার সত্য জেনেছি

আমি আমাকে উপলব্ধি করেছি ।



তোমার মিথ্যাজালে ঘেরা

আলেয়াবাজির শত খেলা -

আমি তো আর দেখবো না ।



তোমার সাম্প্রদায়িক লালায়িত

হাতের কালো আঘাত আর সইবো না ।

সত্য জাগরণের এই দিনে -

তোমার মিথ্যার হাতিয়ার ভাঙবো

আর সত্যের হাতিয়ার গড়ে

তোমার হাতেই তুলে দিবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.