![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!
মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আবেগে ভেসে যেতে নেই।
দুই পয়সার প্রেম ভালোবাসার আবেগে পড়ে সময় নষ্ট করা তাদের জন্য নিষিদ্ধ।
তাদের কেউ ভুল করে হলেও ভালোবাসায় জড়িয়ে কষ্ট পেলে প্রতিদিনের কাজ বাদ
দিয়ে তারা কোথাও পড়ে থাকতে পারেনা । পারেনা, একাকী কোথাও হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যেতে। তারা পারেনা কিছু কিছু বড়লোকের
বিলাসী সন্তানের মতো মন খারাপের কারণ দেখিয়ে একটা সেমিস্টার ড্রপ দিতে।
এক সেমিস্টার ড্রপ দিলে যে চাকরীর বাজার থেকে অনেকটা সময় পিছিয়ে যাওয়া।
তারা পিছিয়ে যাওয়া ব্যাপারটা পোষাতে পারেনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই
তাদের মাথায় ঘুরতে থাকে তাড়াতাড়ি বের হয়ে বাবাকে সাহায্য করতে হবে,
পরিবারের হাল ধরতে হবে, সবার ইচ্ছে পূরণ করতে হবে।
তারা নেশা নামক বিলাসিতা করতে পারে বড়জোর, গোল্ডলিফের একটা প্যাকেট নিয়ে।
তাও বাদ দিতে হয়, মাথার উপর দায়িত্তের কথা চিন্তা করে।মন বলে কিছু একটা আছে,
যা তাকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে।
কিন্তু তাদের এখানেও বাঁধা, তারা না পারে ঠিকমতো সুস্থ
আবেগসম্পন্ন মানুষের আচরণ করতে, না পারে অন্য কোন প্রাণীর
মতো হতে। এই ব্যাপারটা মাঝে মধ্যে তাদের খুব পীড়া দেয়।
তাদের মাঝে-মধ্যে মনেহয়,যত ভালোবাসা-আবেগের গল্পকথা সব
ওই বড়লোকদের জন্য .................................................
২| ১৫ ই মে, ২০১৪ রাত ১:২৬
AlaminMeh বলেছেন: মনে হয় নেভি ধরতে হবে সাম্নে .....
ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৯
একজন ঘূণপোকা বলেছেন: তারা নেশা নামক বিলাসিতা করতে পারে বড়জোর, গোল্ডলিফের একটা প্যাকেট নিয়ে।
-- গোল্ড লিফের দাম বাড়ছে
সুন্দর লেখা