নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের পাতায় যে শিশির জমে এই শিশির আমার খুব চেনাজানা আমার চোখের পাতায়ও ছিল কিছুদিন।

fপ্রত্যহ আমি তীর ছুড়ে মারি তীরন্দাজ হওয়ার আশায়, ওপাশ থেকে বার্তা আসে আগে অন্ধ হও।

AlaminMeh

বুকের গভীরে লোম খামচে ধরেছিল যে নখ তার ভিতরে গুজে দিব শিল্পকলা একাডেমী। অতঃপর অনুবাদ করব একটা শুদ্ধ শরীর!

AlaminMeh › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা খুব বেশি মিথ্যা কথা বলে ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা খুব বেশি মিথ্যা কথা বলে ।



- যখন হাঁড়িতে কম ভাত থাকে তাদের পেটে প্রচণ্ড ক্ষিধা থাকলেও তখন তারা বলবে,

= "আমার ক্ষিধা নেই"



- অসুস্থ হয়ে ভিতরে ভিতরে যণ্ত্রনায় ছটফট করলেও তারা হাসিমুখে বলবে,

= " আমি ভাল আছি"



- ঈদ কিংবা অন্য কোন অনুষ্ঠানে কোন ভাল শাড়ি না থাকলেও তারা বলবে,

= " আমার এবার শাড়ি লাগবে না,গতবারের শাড়িটা তো এখনো তোলা-ই আছে"



- তাদের অন্যান্য কোন কিছুর চাহিদা থাকলেও তারা হাসিমুখে বলবে,

= "আমার কোন কিছুর দরকার

নেই"



এভাবেই মধ্যবিত্ত মায়ের প্রতিনিয়ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা কথা বলে যাচ্ছে । মানুষ সাধারনত মিথ্যা বলে অন্যের খারাপ করে নিজের ভাল করার জন্য, পৃথিবীতে শুধুমাত্র মধ্যবিত্ত মায়েরাই মিথ্যা বলে নিজের ক্ষতি করে অন্যের ভাল করার জন্য ।



- মায়ের ভালোবাসার সাথে অন্য

কোন ভালোবাসার তুলনা হয়?



= উত্তর একটাই না হয়না ।



সত্যিই মা জাতিটা বড়ই অদ্ভুত । মৃত্যুর প্রহর গোনার সময় ও তাদের মন থেকে সন্তানের কথা মুছে যায়না । মোছা যে অসম্ভব । একই রক্ত,একই দেহ,একই

আত্মা । কি করে মুছে যাবে বলুন? এই নশ্বর পৃথিবীতে বৃদ্ধাশ্রম যদি আপনার মাযের শেষ আশ্রয়স্হল হয়ে থাকে তবে আপনি ও মনে রাখবেন আপনাকে পাবার জন্য জাহান্নামের সবগুলো দরজা

অধীর আগ্রহে অপেক্ষা করছে ।



মা হলেন পৃথিবীর সব চাইতে বড় সম্পদ । এই সম্পদকে যে চিনতে পারে না, তার মত অভাগা আর কোথাও নাই । যখন তিনি থাকবেন না, তখন বুঝবেন মা কি জিনিস । একবার ভেবে দেখুনতো আপনার মায়ের জন্যে আপনি কি করেছেন? কতটুকু সময় দেন আপনি আপনার মাকে? কখনও কি কোন্ দিন বলেছেন আপনার মা কে- "মা তোমাকে অনেক ভালবাসি", না বলে থাকলে এক বার বলে দেখুন এখনি ।



" মাকে তুই কষ্ট দিয়ে, করিস নারে ভুল ।

" মা হারালে হারাবি তুই, আল্লাহ রাসুল ।

" তুই যতই পারস, মার যত্ন সেবা কর ।

" মা তখন হবে আপন, যখন সবাই হবে পর ।

----

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মা হলেন পৃথিবীর সব চাইতে বড় সম্পদ । এই সম্পদকে যে চিনতে পারে না, তার মত অভাগা আর কোথাও নাই । যখন তিনি থাকবেন না, তখন বুঝবেন মা কি জিনিস ।

+++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

AlaminMeh বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

নীল ভোমরা বলেছেন: মা...তো মা-ই! কোন বিকল্প নাই!‍

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

AlaminMeh বলেছেন: ধন্যবাদ ভাইয়া l

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

AlaminMeh বলেছেন: ধন্যবাদ ভাইয়া l

৪| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৭

ঢাকাবাসী বলেছেন: মায়ের পায়ের নীচে বেহেশত।

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

AlaminMeh বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.