নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

মানুষের কথা

২৪ শে জুন, ২০১৫ রাত ১০:৪৯

মানুষগুলো আর মানুষ নেই।
"প্রান থাকলেই প্রানী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।"
কথাটা একেবারে সাচ্চা।
গুটি কয়েক মানুষের উপর গবেষণা করে দেখলাম তাদের কারো মধেই মনুষত্ব নামক মুল্যবান জিনিসটি বিদ্যমান নহে।
যেসব পেশার মানুষের উপর গবেষণা টা করেছি তারা হল:
ডাক্তার: এরা রোগীর জিবন বাঁচাতে একদম কাজ করে না, কাজ করে মোটা অংকের টাকার জন্য। নচিকেতা ডাক্তারদের কষাই এর সাথে তুলনা করেছিলেন কিন্তু কষাই উপাধি ডাক্তারদের জন্য যথেষ্ট নয়। কষাইদের মধ্যে মনুষত্ববোধ বলতে কিছু থাকে কিন্তু ডাক্তারদের মধ্যে থাকে না। কষাই তো পশু জবাই করে আর ডাক্তাররা মানুষ। তাই আমার মতে কষাই এর সাথে ডাক্তারদের তুলনা করলে কষাইদের ছোট করা হবে। তার চেয়ে ডাক্তারদের জল্লাদের সাথে তুলনা করা হোক।
পুলিশ: সামান্য কটা টাকা ঘুষ না পেলে এরা অন্যায়ভাবে বাপকেও জেলে ঢুকাতে প্রস্তুত।
সন্ত্রাসীদের বিরুদ্ধে এদের তদন্তের গতি কচ্ছপের গতির সমান। আর নিরীহ মানুষদের অন্যায়ভাবে ধরতে এদের গতি 5 g কেও হার মানাবে।
রাজনৈতিক নেতা: মিথ্যা কথায় নোবেল দিলে আমাদের দেশের রাজনীতিবিদরাই মনোনয়ন পেত এতে কোন ভুল নেই। নির্বাচনের আগে এরা পায়ের জুতো পাতলা করে ফেলে মানুষের খোজ খবর নেবার জন্য আর নির্বাচিত হলে জনগনের পায়ের জুতো পাতলা হয়ে যায় এদের খুঁজে বের করার জন্য।
চোর: কখন কার জিনিস চুরি করতে হবে সে জ্ঞান এদের একদম নেই।
সুযোগ পেলে ছাত্রদের জিনিসপত্র চুরি করতেও এরা দ্বিধা করে না।
তবে পেটের টানে এখন আর কেউ চুরি করে না এখন সবাই সৌখিনতার জন্য চুরি করে।
মজার ব্যাপার হল, কখনও কখনও চোরের জিনিসও চুরি হয়ে যায়।
ছাত্র: বাবার পকেট কেটে বান্দবীকে নিয়ে দিনরাত পার্কে বসে থাকে।
আরও কত কি যে করে তা না হয় নাই বললাম।
তবে সিনেমা হলের পিছনের সিটে জায়গা মিলে গেলে বোকা ছেলেটাও চালাক হয়ে যায়। কারন পাশে যে বসা তার পিছনে তো আর কম টাকা খরচ করে নি।
আর মেয়েও কৃতজ্ঞ, টাকা খেয়ে আস্তে করে বলে দিয়েছে, "যা খুশি কর বাধা দেব না।"
গরিব মানুষ: পকেটে টাকা কম বলে অন্যায় করার মত দঃসাহস দেখায় না তবে মনে মনে সবসময় প্রার্থনা করে বলে, "আল্লাহ পথে যেন ২০০০০ টাকা কুড়িয়ে পাই।"
[এবার আপনারাই বলুন কাকে রেখে কাকে ভাল বলব।সবাই সমান সমান পয়েন্ট অর্জন করে বসে আছে।]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:১৬

বাংলার ডাকু বলেছেন: দুঃখজনক ব্যাপার এটাই যে সামান্য চোরের প্রতি গবেষণা করলেন অথচ ডাকাতকে বাদ দিলেন..!!
আমি বলব এখানে গবেষকের পয়েন্টটা অন্য সবারচেয়ে একটু বেশি...

২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: হুম.।

৩| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৮

অ্যালেন সাইফুল বলেছেন: ভুল হল তাহলে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.