নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

পাগলা নিমাই।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫

'মেয়েটাকে বিয়ে দিলাম আজ কতদিন হয়ে গেল! এখনও কোন
চিঠিপত্র দিচ্ছে না কেন? বড় অভাগা মেয়েটা! পৃথিবীতে আসার
পরই মাকে হারিয়েছে। শৈশব কেটেছে এই অধম বাবার জন্য
রান্না করে। বাবার জন্য মেয়েটা আমার কত কিছুই করল। কিন্তু ওর
এই অধম বাবা ওর জন্য কিছুই করতে পারল না।'
...
...
১০ বছর আগের কথা। মেয়েটার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে
গেছিলাম। এর মধ্যে মেয়েটার মুখে বাবা ডাক শুনে চমকে উঠলাম।
পিছনে ঘুরে দেখি, কয়েকজন লোক ধরাধরি করে মেয়েটাকে
নিয়ে এসেছে। প্রচন্ড অসুস্থ মেয়েটা। শ্বশুরবাড়ির লোকজন
যৌতুকের টাকার জন্য পাশবিক অত্যাচার করেছে। টাকার জন্য
হাসপাতালে নিয়ে যেতে পারলাম না। চোখের সামনে ধুকে ধুকে
মারা গেল। যাবার আগে শুধু একটা কথাই বলল,
"বাবা, টাকা চেয়ে তোমাকে কত চিঠি লিখলাম! টাকাও
পাঠালে না আর চিঠির উত্তর ও দিলেনা।"
কথাটা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মেয়ে আমাকে
এতগুলো চিঠি লিখেছে আর আমি তার একটাও পেলাম না। অথচ
প্রতিনিয়ত আমি কত মানুষের চিঠি পৌছে দেই। লজ্জায়, ঘৃনায়
সিদ্ধান্ত নিলাম আর কখনও ডাকপিয়নের কাজ করব না। এক
আকাশ কষ্ট বুকে নিয়ে মেয়েটাকে কবর দিলাম। তারপর থেকে
মাথার মধ্যে শুধু ওই কথাটাই ঘুরপাক খাচ্ছে,
"বাবা, টাকা চেয়ে তোমাকে................................"
...
...
প্রচন্ড মানসিক যন্ত্রনায় ঘর ছাড়লাম। ডাকপিয়ন নিমাইচন্দ্র
থেকে হয়ে গেলাম নিমাই পাগলা। এখন আমি মাথাভর্তি চুল আর
লম্বা দাড়িগোঁফের অধিকারী। পুরো ব্যাপারটা বেশ উপভোগ
করি আর শুয়ে শুয়ে শুধু মৃত্যুর দিন গুনি।
...
...
এখন যে জায়গাটায় শুয়ে আছি সেটা একদম নিরাপদ নয়। আকাশে
বেশ মেঘ জমেছে। চারিদিকটা ভয়ংকর অন্ধকার।
মধ্যরাত বলে কেউ নেই। হয়ত একটু পরেই বৃষ্টি নামবে। ঝুম বৃষ্টি।
প্রচন্ড শব্দে বাজ পরবে দূরে কোথাও। কিন্তু আমার গায়ে
পরবেনা। আল্লাহ্ এত তারাতারি আমার দুঃখের অবসান ঘটাবেন
না। কেননা যতবারই মরতে চেয়েছি আল্লাহ্ ততবারই বাঁচিয়ে
তুলেছেন। মানুষের জীবনের গল্পগুলো এমনই। যার বেঁচে থাকা
দরকার সে খুব দ্রুত মরে যাবে। আর যার মারা যাওয়া দরকার সে
মরতে মরতেও বেঁচে উঠবে।
...
...
কষ্ট পেতে পেতে অনেক আগেই বদলে গিয়েছি। নিজের কাছেই
নিজেকে এখন বিস্ময় লাগে। চিনতে কষ্ট হয়। মাঝেমাঝে ভাবি,
আজকের এই নিমাই পাগলাই কি সেদিনের ডাকপিয়ন নিমাই?
অনেকদিন হল আয়না দেখিনা। বড্ড ভয় হয়। হঠাৎ করে যদি ১০ বছর
আগের সেই গরীব নিমাইকে আবার দেখে ফেলি! গরীব নিমাইকে
আর দেখতে চাইনা। লুকিয়ে রাখতে চাই পাগলা নিমাইয়ের মধ্যে।
...
...
নিমাই পাগলা আর ডাকপিয়ন নিমাইয়ের মধ্যে পার্থক্য খুব
সামান্য। ডাকপিয়ন নিমাই মানুষের কাছে চিঠি পৌছে দিয়ে
টাকার জন্য হাত পাতত। আর পাগলা নিমাই চিঠি ছাড়া টাকার
জন্য হাত পাতে। তবে চিঠি না দিলে কেউ টাকা দিতে চায়না।
মানুষগুলো সব সার্থপর। কেউ কারো কথা ভাবেনা। যদি ভাবত
তাহলে সারাদিন না খেয়ে থাকতে হতনা।
...
...
প্রচন্ড বাতাস বইতে শুরু করেছে। চারিদিকটা সব উল্টেপাল্টে
যাচ্ছে। এরই মধ্যে কোথা থেকে যেন হলুদ রংয়ের একটা খাম এসে
পরল আমার সামনে। অনিচ্ছাকৃত ভাবে খামটা খুললাম। নীল কালি
দিয়ে লেখা অল্প কয়েকটা লাইনের একটা চিঠি।
"বাবা,
হঠাৎ চিঠি লেখার দুটো কারন,
১) তোমাকে চমকে দেয়া।
২) তোমার নাতি হচ্ছে এই খবরটা দেয়া। মুখে বললে লজ্জা লাগবে
বলে চিঠির আশ্রয়।
নাতি হবার কথা শুনে তোমার কেমন লাগছে তা খুব শীগ্রই
জানাবে কিন্তু।
ইতি,
তোমার মা।"
...
...
ইশ! মেয়েটার চিঠিটা হয়ত ডাকপিয়ন হারিয়ে ফেলেছে।
অন্যদিকে মেয়েটা না জানি কত আশা নিয়ে বসে আছে। আমার
ভেতরটা এমন করছে কেন? তবে কি আমি আবার ডাকপিয়ন হয়ে
যাব!!!
...
...
প্রচন্ড বৃষ্টি আর বাতাস। এত ঝড়ঝাপটায় হেঁটে যাওয়া খুব মুশকিল।
তবু আমি সবকিছু উপেক্ষা করে নিজের অজান্তেই হেঁটে চলেছি।
খুঁজে চলেছি একটি ঠিকানা।
...
...
লেখক: অ্যালেন সাইফুল।
উৎসর্গ: জামি জাহান। (লাড্ডু)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর হৃদয়স্পর্শী লেখায় ভালোলাগা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

অ্যালেন সাইফুল বলেছেন: শুভেচ্ছা রইল। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.