নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

একুশের ভাবনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

-ভাল আছেন স্যার?
-স্যার! তুই আমাকে চিনিস?
-হ্যাঁ স্যার চিনি। আপনি ভাষা সৈনিক ছিলেন। আপনার শরীর থেকে
আসা রক্তের গন্ধ তাই বলে দিচ্ছে। কেমন একটা ব্যাপার আছে আপনার
রক্তের গন্ধে। নাকে আসতেই নেশা ধরে যায়। মিছিলের নেশা,
পাকিস্তানিদের হটিয়ে দেবার নেশা, বাংলা ভাষাকে যারা
বাংলিশে পরিনত করেছে তাদের খুন করবার নেশা।
-তা তো বুঝলাম। কিন্তু তোকে এমন লাগছে কেন? এত তড়িঘড়ি করে
কোথায় যাচ্ছিস? শহিদ মিনারে বুঝি?
-না স্যার। শহিদ মিনারে না। আমি সভ্য সমাজ থেকে একদিনের জন্য
দুরে চলে যাচ্ছি।
-কেনরে পাগলা?
-যাতে করে ভাষা শহিদদের প্রতি মানুষের এই লোকদেখানো ভালবাসা
দেখতে না হয়। স্যার বিশ্বাস করেন ওরা আপনাদের ভালবাসে না।
শুধুমাত্র ফায়দা লোটার জন্য বছরের এই একটা দিন ওরা খালি পায়ে
হিমুর মত শহিদ মিনারে গিয়ে ফুল দেয়। এরপর দিনের আলো নিভে
গেলেই আবার শুরু করে ইংরেজি ভাষা, গান নিয়ে মাতামাতি। আর ওরা
যখন এগুলো করে আমার রক্তাক্ত বাংলা ভাষাকে কলুষিত করে তখন
আমার মাথায় খুন চেপে যায়। ইচ্ছে করে ওদের সব কটাকে খুন করে
ফেলি। আর তাই দুরে চলে যাবো।
-আমাকে নিয়ে যাবি তোর সাথে? আমিও আর এই সভ্যদের সহ্য করতে
পারছিনা। জানিস? ওরা যখন প্রেমিক প্রেমিকা নিয়া শহিদ মিনারে
জুতা পায়ে হাত ধরে হাঁটে তখন আমার মনে হয় ওরা আমার কলিজার উপর
দিয়ে হেঁটে যাচ্ছে। তুই ঠিক বলেছিস ওরা আজ যা করবে তার পুরোটাই
লোকদেখানো। আর এই লোকদেখানো কাজগুলো আমাকে অসামান্য
যন্ত্রনা দেবে। তার চেয়ে চল আজকে তোর সাথেই হারিয়ে যাই। তাহলে
যদি একটু ভালো থাকতে পারি।
[প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে ঘোরের মধ্যে ছেলেটা একজন ভাষা
সৈনিকের সাথে হেঁটে চলেছে অজানায়। এদিকে দিন পেরিয়ে সন্ধা
হতেই সভ্য সমাজ মেতে উঠেছে ইংলিশ আর বাংলিশের খেলায়। যার
কোন কিছুই স্পর্শ করছে না ছেলেটাকে। ইশ! সারাজীবন যদি সভ্যদের
ছেড়ে এভাবে ঘোরের মধ্যে থাকা যেতো!]

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

আহসানের ব্লগ বলেছেন: ++++

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪

অ্যালেন সাইফুল বলেছেন: ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.