![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের শিক্ষাব্যবস্থা যখন 'প্রশ্ন ফাঁস' নামক ফাঁসিতে ঝুলে থেকে ক্লান্ত তখনও আমরা দেশকে নিয়ে স্বপ্ন দেখি। বাঙালি যতটা দুর্নীতিবাজ ঠিক ততটাই দেশপ্রেমিক।
মানুষ পরিবারকে ভাল রাখতে দুর্নীতিবাজ হয়। অতএব, দুর্নীতিবাজ = পরিবার প্রেম।
আবার, দেশকে ভাল রাখতে দেশপ্রেমিক হয়। অতএব, দেশপ্রেমিক = দেশ প্রেম।
সমীকরণে যেই জিনিসটা কমন সেটা হলো 'প্রেম'।
এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রেম করে ! কেউ করে টাকার সাথে, কেউ করে বাবা মায়ের সাথে, কেউ করে প্রেমিকার সাথে, কেউ করে দেশের সাথে ! আবার কেউ করে দুর্নীতির সাথে। আলাদাভাবে যদি কারো কথা বলি তাহলে বলতে হবে 'এক্স' সাহেবের কথা। এই ভদ্রলোক প্রেম করে 'প্রশ্নপত্র ফাঁস' নামক এক মজার খেলার সাথে।
একটা গল্প বলি, "এক ভদ্রলোকের মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ফেইল করে। এরপর ভদ্রলোক হাতে একগাদা সনদপত্র নিয়ে মেডিকেল কলেজে গিয়ে বলে, "১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই আজ আপনারা মেডিকেল কলেজ খুলে বসতে পেরেছেন। আমার মেয়ে এখানে পড়তে না পারলে কে পড়বে?"
ভদ্রলোক প্রতিবাদী এটা মানতেই হবে। পাশাপাশি এটাও মানতে হবে যে তার মেয়ে পরীক্ষায় পাশ করেনি। সে মেডিকেলে পড়ার যোগ্য নয়।
দেশে কিছু টাকাওয়ালা মানুষ বাস করে। তাদের ছেলেমেয়েরা যদি ভাল ফলাফল না করে, তবে তাদের সম্মান যে মেথর পাড়ার খোলা পায়খানার কাছে গিয়ে ঠেকবে সেটা তারা ভাল করেই জানে। আর তাই তাদের জন্য অভিনব পদ্ধতিতে প্রশ্ন ফাঁস হচ্ছে প্রতিবছর। (মানি লোকের মান সৃষ্টিকর্তা নিজে রক্ষা করে।)
বাই দ্যা দুর্গন্ধযুক্ত ড্রেন, এক্সের সাথে প্রশ্ন কেনাবেচা সম্পর্কিত এক ছাত্রের ফোনালাপের রেকর্ড শুনলাম। ভাল লেগেছে। ভদ্রলোকের কণ্ঠস্বর আলহামদুলিল্লাহ্।
বিদ্র: আপনি যা ভেবেছেন তাই। গল্পটা বাংলা সিনেমা থেকেই নেয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫২
রক্তিম দিগন্ত বলেছেন:
একটা গল্প বলি, "এক ভদ্রলোকের মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ফেইল করে। এরপর ভদ্রলোক হাতে একগাদা সনদপত্র নিয়ে মেডিকেল কলেজে গিয়ে বলে, "১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই আজ আপনারা মেডিকেল কলেজ খুলে বসতে পেরেছেন। আমার মেয়ে এখানে পড়তে না পারলে কে পড়বে?"
ভদ্রলোক প্রতিবাদী এটা মানতেই হবে। পাশাপাশি এটাও মানতে হবে যে তার মেয়ে পরীক্ষায় পাশ করেনি। সে মেডিকেলে পড়ার যোগ্য নয়।
আপনার উদাহরণটা তো অন্য কিছুর ইঙ্গিত দেয়। এরচেয়ে বেটার উদাহরণ দিতে পারতেন আপনি।
তবে, লেখার মূলটা স্পষ্টতই প্রতীয়মান।