![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আসার আগের গরম খবরঃ
গণভবনে পিঠা'র দাওয়াতে তিনি অতিথিদের চেয়ারে বসিয়ে নিজে শতরঞ্জিতে বসেছেন। দেখে ভালো লেগেছে। সাধারণ জনতা নেতাদের এসব অতি সাধারণ ত্যাগ দেখে বড় বড় ত্যাগ করে ফেলে।
ওনি সিলেট আসছেনঃ
যদি এই শহরে ১০০০ তোরণ হয় আর প্রতিটা ১০০ টাকা করে খরচ হলে (১০০০*১০০০=১০০০০০০) টাকা যদি ওনার নিজস্ব তহবিলে আদায় করে নিতেন আর তোরণগুলো নামিয়ে দিতেন তাহলে এই অতি-ক্ষুদ্র ত্যাগ ওনাকে অনেক বড় নেতায় পরিণত করতো।
ইতিহাসে লেখা থাকতো, বাংলাদেশের একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রথম তার আগমনে তোরণের টাকা জনকল্যাণে আদায় করতেন।
অথচ, শীতে কতো মানুষ কষ্ট করছে, তাদের শীতের কাপড় নাই-আর এখানে তোরণ বানানোর কাপড়ের অভাব নাই। মাননীয় প্রধানমন্ত্রীর এসব খেয়াল করার সময় নাই; কিন্তু-------------
©somewhere in net ltd.