![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
"আরেকটা সিগারেট যদি ধরাও,
তাহলে মনে করো যেন আমায় পোড়াচ্ছ"!
সেই যে সিগারেট ফেলে দিয়েছিলাম,
গোটা একটা বছর আর ছুঁয়েও দেখিনি।
আজ দিনের বিশতম সিগারেটটা পোড়ানোর সময়
ভাবছিলাম, নিঃশ্বাসে আর কতোটা নিকোটিন ঢোকালে
তোমাকে ভুলে থাকা যাবে?
আর ক’টা সিগারেট পোড়ালে-
তুমি একদম পুড়ে ছাই হয়ে যাবে!
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩
অভ্রনীল হৃদয় বলেছেন: সময়ের সাথে সাথে সবকিছু সয়ে যায়। নিকোটিন কোনো ফ্যাক্ট না।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
কল্লোল পথিক বলেছেন: তোমাকে ভুলে থাকা যাবে?
আর ক’টা সিগারেট পোড়ালে-
তুমি একদম পুড়ে ছাই হয়ে যাবে!
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
অচল জ্ঞানী বলেছেন: সবাশ বাঙ্গালী, যদিও মরে-পুরে ছাড়খার তবুও মাথা নেয়াবার নয়!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
অতঃপর শুভ্র বলেছেন: সবার জন্যই শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: এভাবে কেউ পুড়ে ছাই হবেনা, ভুলে যাওয়া ও হবেনা। নিজেকে ভাবুন এক এবং এক, আপনার পৃথিবী শুধু আপনার।